এবার মদ নিয়ে ওঠা যাবে মেট্রোতে! কর্তৃপক্ষের আজব ঘোষণায় বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক : বহুদিন ধরে দিল্লির আবগারি নীতিতে কেলেঙ্কারি নিয়ে শোরগোল চলছে দেশ জুরে। কেলেঙ্কারিতে যুক্ত থাকার অপরাধে তিহার জেলে বন্দি রয়েছেন বেশ কিছু জন। এমন অবস্থায় দিল্লি মেট্রো কর্তৃপক্ষ সুরা প্রেমীদের জন্য নতুন খবর শোনালো। দিল্লি মেট্রো (Delhi Metro) কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে যাত্রীরা দুটি সিল করা মদের বোতল নিয়ে ভ্রমণ করতে পারবেন।

তবে মদ্যপান নিষিদ্ধ মেট্রো চত্বরে। দিল্লি মেট্রো রেলের এক পদস্থ কর্তা আজ এই কথা জানিয়েছেন। মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) এক আধিকারিকের কথায়, মদ নিয়ে ভ্রমণ এখনো পর্যন্ত নিষিদ্ধ ছিল দিল্লি মেট্রোতে। সাম্প্রতিককাল দিল্লি মেট্রোর নিয়মগুলি নিয়ে বিশেষ পর্যালোচনা করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং ডিএমআরসির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল।

ডিএমআরসি-র কর্পোরেট কমিউনিকেশনসের প্রিন্সিপাল এক্সিকিউটিভ ডিরেক্টর অনুজ দয়াল বলেছেন, “মেট্রো চত্বরে মদ্যপান করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। মেট্রোয় ভ্রমণের সময় যাত্রীদের শিষ্টাচার বজায় রাখার আবেদন জানানো হচ্ছে। মদ্যপ অবস্থায় কোনও যাত্রী যদি অশালীন আচরণ করেন তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

All liquor stores in the country will be closed for 27 days, find out which days

 

অন্যদিকে দিল্লি মেট্রোর এই নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই নোটিসের ফলে দিল্লির মেট্রোর দৈনন্দিন যাত্রীদের উপর পড়া প্রভাব নিয়ে। দিল্লি মেট্রোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বৃহস্পতিবার এক যাত্রী প্রশ্ন করেছিলেন মেট্রোয় মদ বহন করা যাবে কিনা? সেই যাত্রীর প্রশ্নের উত্তরে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, “একজন যাত্রী সর্বাধিক দুটি সিল করা মদের বোতল বহন করতে পারেন।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর