বাংলা হান্ট ডেস্ক: তামিলনাড়ুর নাগপত্তম জেলার একটি গ্রামের মুসলিম সম্প্রদায়ের প্রায় 100 এর বেশি মানুষ বিগত কয়েকদিনে নিজের সেভিংস একাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছে। এদের মধ্যে সরকারের প্রস্তাবিত ন্যাশনাল রেজিস্টার প্রক্রিয়ায় নিজেদের নাগরিকত্ব খোয়ানোর ভয় আছে।
থেরিঝান্দুর গ্রামে স্থানীয় মানুষদের প্রতি ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের ম্যানেজার আবেদন করেন যে, তারা যেন তাঁদের টাকা ব্যাংক থেকে তুলে না নেন। ব্যাংক ম্যানেজারের এই আবেদনে কান না দিয়ে তাঁরা সমস্ত টাকা তুলে নেয়।
ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের ম্যানেজার আর কর্মচারীরা শুক্রবার একটি স্কুল গ্রাউন্ডে স্থানীয়দের সাথে কথাবার্তা বলেন, আর তাঁদের আশ্বাস দেন যে NPR প্রক্রিয়ার কারণে ডকুমেন্টস দেওয়া বাধ্যতামূলক না। আর তাঁদের ব্যাংকের টাকাও সুরক্ষিত।
যদিও, গ্রামবাসীদের প্রতিনিধি বলেন সংসদের দুই সদনে নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই তাঁরা আতঙ্কে আছে আর টাকা খোয়ানোর ভয়ে আছে।
গ্রামবাসীর প্রতিনিধি বলেন, আমরা শুনেছি KYC লিস্টে NPR এর কাগজও যুক্ত করা হবে। আমরা ভবিষ্যতে নিজের ব্যাংকের টাকা খোয়াতে চাইনা। আমরা জানিনা যে, নাগরিকত্ব প্রমাণ দিতে কি কি কাগজ দিতে হবে। আর এরজন্য আমরা ব্যাংক থেকে সব টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।