মাত্র দিন ৮৩৪ টাকা করে, জমিয়ে পাবেন ১১ কোটি টাকা! সরকারের এই স্কিমে মিলবে বড় নিশ্চয়তা

Published on:

Published on:

NPS Investment you can save 11 crore taka by just 834 taka a day this government scheme will give you great assurance

বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে সন্তানও ভবিষ্যতে সুরক্ষার কথা প্রতিটি বাবা মায়ের কাছে খুব চিন্তার বিষয়। এবার সেই চিন্তার পরিসরের কেন্দ্রে সরকার নিয়ে এসেছে এমন এক স্কিম যা সন্তানদের ভবিষ্যতে সুরক্ষা করতে সহায়তা করবে। এই স্কিমে (NPS Investment) মাসে মাত্র ৮৩৪ টাকা করে জমালেই আপনার সন্তান তার ৬০ বছর বয়সে পেয়ে যাবে ১১ কোটি টাকা।

মাসে মাত্র জমান ৮৩৪ টাকা, আপনার সন্তান পাবে ১১ কোটি টাকা (NPS Investment)

কেন্দ্র সরকারের তরফ থেকে এক নতুন স্কিম (NPS Investment) চালু করা হল। এই স্কিমের অধীনের বাবা-মা রা তার সন্তানের নামে প্রতি মাসে বিনিয়োগ করতে পারেন ৮৩৪ টাকা। অথাৎ বছরে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করলেই সন্তানের ৬০ বছর বয়স পর্যন্ত এই ফান্ডের মোট টাকা হবে ১১ কোটি টাকা।

এই এপিএসের অ্যাগ্ৰেসিভ ইনভেস্টমেন্ট (NPS Investment) বিকল্পের মাধ্যমে বার্ষিক ১২.৮৬ শতাংশের রিটার্ন এসেছে বলে ধরে নেওয়া যেতে পারে এক্ষেত্রে। সূত্রের খবর গতবছর সেপ্টেম্বর মাসে এই স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে ১৮ বছরের কম বয়সী সন্তানদের জন্য টাকা জমাতে পারবেন তার মা বাবার। এছাড়াও এই স্কিমের অধীনে আপনার টাকা সরকারি সিকিউরিটি, ডেট, বন্ড ও শেয়ার বাজার মিলিয়ে বিনিয়োগ করা হয় ঝুঁকির মাত্রার ভিত্তিতে।

NPS Investment you can save 11 crore taka by just 834 taka a day this government scheme will give you great assurance

আরও পড়ুন: পুজোর আগে স্লিম চেহারা চান, বাড়িতে থাকা এই উপকরণ গুলো দিয়ে বানিয়ে ফেলুন হেলদি টিক্কি

এছাড়াও এই বছরের ন্যূনতম ১০০০ টাকা করে জমা করতে হবে এই স্কিমে। এখনো পর্যন্ত উর্ধসীমায় কিছু ধার্য করা নেই। এছাড়াও এই স্কিমের নাম এনপিএস বাৎসল্যি। জানা যায়, কেউ যদি বছরে ১০ হাজার টাকা অর্থাৎ মাসিক ৮৩৪ টাকা করে জমান তাহলে তার সন্তান জন্মের পর থেকে ১০ শতাংশ রিটার্ন পেলে সন্তানের ১৮ বছর বয়সে আপনি পাবেন ৫.৪ লক্ষ টাকা। এই টাকা না তুললে ৬০ বছর অব্দি বিনিয়োগ চালিয়ে গেলে থেকে আপনার সন্তান তার অবসর সময় পাবে ২.৭৫ কোটি টাকা।

অপরদিকে এই একই বিনিয়োগ ১১.৫৯ শতাংশ রিটানিল ১৮ বছর বয়সে মিলবে ৬.৭ লক্ষ টাকা। ৬০ বছরে পাবেন ৫.৯৭কোটি টাকা। সবশেষে এগ্রেসিভ মোডে বিনিয়োগ করলে ১২.৮৬ শতাংশ রিটান এলে সন্তানের ৬০ বছর বয়সে সেই রিটার্ন হবে ১১.০৫ কোটি টাকা।