কেন্দ্রের এনআরসি গেজেট নোটিফিকেশন নিয়ে দেশজুড়ে আতঙ্কের আবহ!

অর্পিতালাহিড়ীঃএন আর সির গেজেট নোটিফেকশনে দেশজুড়ে সিঁদুরে মেঘ। এন আর সির জেরে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে। ঘটছে মৃত্যুর মত ঘটনাও। দেশজোড়া এই আতঙ্কের মাঝেই প্রকাশিত হল এই নয়া গেজেট।

nrc 1567261916

কি বলা হয়েছে এই গেজেটটিতে! বলা হচ্ছে নাগরিকত্ব প্রমানে ব্যর্থ হলে যেমন পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে, একই সঙ্গে কেড়ে নেওয়া হবে ভোটার কার্ড, আধার কার্ড, বন্ধ করে দেওয়া হবে ব্যাঙ্ক আ্যাকাউন্ট। নিজভূমে পরবাসীর মত ছয় বছর কাটাতে হবে এই নির্বাসিত জীবন। তারপর পরবর্তী পদক্ষেপ।

উল্লেখ্য অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় নাগরিকপঞ্জি আইনে বড়সড় রদবদল নিয়ে আসেন। ২০০৩ সালের সেই আইনের ১৪/ ১ এর ধারায় বলা হয়েছে সব রাজ্য এন আর সি চালু করতে বাধ্য থাকবে। সেই মোতাবেক জারি করা হয়েছে নোটিফিকেশন।

গেজেট নোটিফিকেশন অনুযায়ী প্রথমে ভোটার কার্ড সংশোধন করা হবে, এরপর সরকারি অাধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ করবেন।
দেশের সমস্ত নাগরিককে দেওয়া হবে একটি ফর্ম। যেমনটা করা হয়েছে অসমে। সূত্রের খবর এই প্রক্রিয়া শুরু হতে ২০২০ সাল। যদিও ভোটার কার্ড সংশোধনের মাধ্যমে ডি ভোটার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এরপরে সিন্ধান্ত গ্রহণ করা হবে ওই নাগরিক কে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কিনা। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন পশ্চিমবঙ্গে কোনভাবেই এনআরসি চালু করা হবেনা।

সম্পর্কিত খবর