বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (NRC) কার্যকর করার দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হল এক জনস্বার্থ মামলা। মামলাকারী পারমিতা দে জানিয়েছেন, রাজ্যে বেআইনি অনুপ্রবেশ ও নাগরিকত্ব সংক্রান্ত অস্বচ্ছতা রোধে জরুরি ভিত্তিতে এনআরসি চালু করা উচিত। এই আবেদনের শুনানি আগামী মঙ্গলবার হবে বলে জানিয়েছেন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।
এনআরসি (NRC) নিয়ে গোপন প্রক্রিয়া ছালাচ্ছে কেন্দ্র? প্রশ্ন তুলল বিরোধীরা
বর্তমানে এনআরসি (NRC) নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এনআরসি নিয়ে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সম্প্রতি অভিযোগ করেন, অসমে বহু ভারতীয় নাগরিককে বেআইনি অনুপ্রবেশকারী বলে তকমা দিয়ে নোটিস পাঠানো হয়েছে। তাঁর অভিযোগ, সেই একই পথেই এখন পশ্চিমবঙ্গেও পিছনের দরজা দিয়ে এনআরসি (NRC) চালুর চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বহু ভারতীয় নাম বাদ, বহু মানুষ আধার ও পরিষেবা থেকে বঞ্চিত
সুপ্রিম কোর্টে থেমেছিল অসমের এনআরসি (NRC)। ২০১৯ সালের ৩১ অগস্ট অসমে প্রকাশিত হয় এনআরসি-র চূড়ান্ত খসড়া। প্রায় ৩ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর মধ্যে ১৯ লক্ষের বেশি নাম বাদ যায়। কেন্দ্র সেই তালিকা ফের যাচাই করতে চাইলেও, সুপ্রিম কোর্টে সেই আবেদন নাকচ হয়। অভিযোগ, এর ফলে বহু মানুষ আধার নম্বর না পাওয়ায় ব্যাঙ্ক, রেশন ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
মঙ্গলবারের শুনানিতে হাই কোর্ট (Calcutta High Court) জানতে চেয়েছে, এনআরসি (NRC) নিয়ে এর আগে কোনও মামলা বিচারাধীন কি না। মামলার পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে এই তথ্যের ওপর।