বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন কমিশন (Election Commission) অসমে তাঁদেরও ভোট দেওয়ার অধিকার দিয়েছে, যাদের নাম রাষ্ট্রীয় নাগরিক রেজিস্টার (NRC) তে নেই। যদিও NRC লিস্টের বাইরে থাকা মানুষদের এই অধিকার ততদিন পর্যন্ত দিয়েছে, যতদিন না নাগরিক ট্রিবিউনাল তাঁদের বিরুদ্ধে কোন নির্নয় না নিচ্ছে। NRC লিস্টের বাইরে থাকা মানুষদের ‘ডি ভোটার” শ্রেণীতে রাখা হয়েছে। সন্দেহভাজন অথবা ‘ডি ভোটার” অসমে ভোটারদের একটি শ্রেণী, এই শ্রেণীতে তাঁদেরই রাখা হয়, যাদের নাগরিকতা অনিশ্চিত অথবা বিবাদিত। ১৯৯৭ সালে নির্বাচন কমিশন রাজ্যের ভোটারদের তালিকা সংশোধন করার সময় এই শ্রেণীর সূচনা করে।
নির্বাচন কমিশন অনুযায়ী, নাগরিক ট্রিবিউনাল এর নির্ণয় আসা পর্যন্ত ভোটার লিস্টে থাকা সমস্ত ভোটাররা ভোট দিতে পারবেন। প্রসঙ্গত, অসমে ৩১ আগস্টে NRC এর ফাইনাল লিস্ট জারি করা হয়েছে। NRC এর এই ফাইনাল লিস্টে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম নেই। অসমে যাদের নাম NRC এর ফাইনাল লিস্টে নেই, তাঁরা এর বিরুদ্ধে নাগরিক ট্রিবিউনালে যেতে পারবে, আর তাঁদের দাবি অনুযায়ী তদন্ত চলবে।
অসমে NRC এর ফাইনাল লিস্ট জারি হওয়ার পর গোটা দেশে NRC লাগু করার কথা উঠছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রথমেই ঘোষণা করে দিয়েছেন যে, NRC গোটা দেশে কার্যকারী হবে। ওনার এই বয়ানকে গুজরাট, মধ্যপ্রদেশ আর উত্তর প্রদেশ সমেত সাত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সহমত জানিয়ে নিজের রাজ্যে NRC করার দাবি করেছেন। যদিও পশিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার NRC এর বিরুদ্ধে সূর চরিয়েছেন।
৩১ জুলাই ২০১৮ সালে অসমে NRC এর ফাইনাল লিস্ট জারি করা হয়েছিল। তখন ওই লিস্টে নাম রাখার জন্য অসমের ৩.২৯ কোটি মানুষ আবেদন করেছিল। যাদের মধ্যে ৪০.০৭ মানুষ NRC লিস্টে যায়গা পাননি। অসম ভারতের প্রথম রাজ্য যেখানে ভারতীয় নাগরিকদের নাম যুক্ত করার জন্য ১৯৫১ এর পর NRC আপডেট করা হচ্ছে।