আজ গুগলের জন্মদিন, নতুন ভাবে সেজে উঠল গুগল ডুডল

বাংলা হান্ট ডেস্ক : বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। মানুষের জানা জিনিসের বহুবিধ সূত্র খোঁজা আবার অজানা জিনসকে হাতের মুঠোয় সহজ ভাবে তুলে ধরাই যাঁর কাজ। টানা একুশ বছর ধরে আমাদের নিত্য প্রয়োজনের সঙ্গী হয়ে উঠেছে গুগল। যার জন্য এখন আর পড়তে লাগে না বই। গুগলে এক ক্লিকেই সমস্ত তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিবরণ হাতের কাছে চলে আসছে। তাইতো আর মুখস্থ করতে লাগে না। বরং মেশিনের সাহায্যেই হয়ে যায় পড়া তৈরি। প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশ হাজার তথ্য অনুসন্ধান করা হয়ে গুগলে, আর তার জবাব দেয় গুগল। তাহলে হিসেবের নিরিখে দেখা যাচ্ছে প্রতিদিন তিন বিলিয়ন করে অনুসন্ধানকরে গুগল। আর সেই গুগলের আজ শুভ জন্মদিন। যে দিনটিতে আবিষ্কার না হলে আমরা বোধহয় আমাজের অন্যতম উইকিপিডিয়াকে পেতাম না।Google web search

সেই 21 বছর ধরে আমাদের জ্ঞানের সম্ভার হয়ে উঠেছে গুগল। ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে গুগলের জন্ম। আর আজ গুগলের কর্মী সংখ্যা ছুঁয়েছে 88 হাজার 110 জন। আআর সম্পদের পরিমান দাঁড়িয়েছে 300 বিলিয়ন ডলার। তাই আজ বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের জন্মদিনে ডুগল গুগল সেজেছে অন্য ভাবে। এখন সার্চ ইঞ্জিনে গেলেই সেই পুরানো কম্পিউটারের ছবি ভেসে আসছে। তবে ইউটিউবের পক্ষ থেকেও গুগলকে শ্রাদ্ধা জানানো হয়েছে, ভিডিওর মাধ্যমে।

তবে সার্চ ইঞ্জিনের নাম গুগল হল কেন, এই প্রশ্ন মাথায় আসেই। আসলে এই নামের পিছনে রয়েছে এক অজানা গল্প। তা হল একজন প্রকৌশলি আসল নামের বদলে ভুল বানান লিখেছিলেন তাই সেই ভুল বানান থেকেই নাম হয়েছে গুগল। তবে শুধু অজানা তথ্য দেওয়াই নয় ছবি, ভিডিও জিআইএফ প্রদান করে থাকে গুগল। এছাড়াও 190 টি ভাষায় তথ্য সরবরাহ করে গুগল।

আজকের এই ইন্টারনেটের যুগে এখন সকলের হাতে হাতে স্মার্টফোন রয়েছে, ট্যাবলেট রয়েছে, রয়েছে ল্যাপটপ। সবেতেই গুগল রয়েছে। যা মাত্র কয়েক সেন্টেন্দের মধ্যেই পথে, ঘাটে বা যেকোনো জায়গায় তথ্য সরবরাহ করতে সক্ষম।

সম্পর্কিত খবর