ক্যালকুলেটর ব্যবহার করা যাবে জেইই মেন-এ? অনুমতি দিয়েও ফের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ এনটিএ-র

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জেইই মেন (JEE Main) পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে নতুন করে তৈরি হল ধোঁয়াশা। সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছিল, ২০২৬ এর জেইই মেন (JEE Main) পরীক্ষার সময় স্ক্রিনে ভার্চুয়াল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। কিন্তু আবারও এক নতুন ঘোষণায় এনটিএ জানাল পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

জেইই মেন (JEE Main) পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বিভ্রান্তি

অতি সম্প্রতি একটি নোটিশ জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সেখানে বলা হয়েছে, সম্প্রতি এক নোটিশে ‘অনস্ক্রিন স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর’ এর কথা বলা হয়েছিল। সেটি টাইপোগ্রাফিক ত্রুটি ছিল। এজেন্সির জেনেরিক টেস্ট প্ল্যাটফর্মে ক্যালকুলেটর ফিচারটি রয়েছে ঠিকই, কিন্তু জেইই মেন (JEE Main) পরীক্ষায় তা ব্যবহার করতে দেওয়া হবে না বলেই স্পষ্ট জানিয়েছে এনটিএ।

NTA gave notice about using calculator in JEE main

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা জেইই মেন ২০২৬ (JEE Main) এর তথ্য বুলেটিন আপলোড করা হয়েছিল এনটিএর অফিশিয়াল ওয়েবসাইটে। সেখানে উল্লেখ করা হয়েছিল, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা চলাকালীন একটি অনস্ক্রিন স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর মিলবে। তবে এই ফিচারটি জেনেরিক পরীক্ষা পরিচালনা প্ল্যাটফর্মের একটি অংশ মাত্র। জেইই মেন (JEE Main) পরীক্ষায় প্রযোজ্য হবে না ওই ফিচার।

আরও পড়ুন : পরিষেবা লাটে, এদিকে ঘনঘন জরিমানার ঘোষণা, তিতিবিরক্ত মেট্রোযাত্রীরা

কবে শুরু হবে পরীক্ষা: গত ৩১ অক্টোবর থেকে জেইই মেন (JEE Main) এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে এনটিএ। ২০২৬ এর ২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম সেশন। ফলাফল বেরোবে ২৬ ফেব্রুয়ারি। উল্লেখ্য, পেপার ১ হল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যাতে ৩০০ নম্বরের মোট ৭৫ টি প্রশ্ন থাকে। পেপার ২ এ সিবিটি এবং কলম ও কাগজ অঙ্কন বিভাগগুলিকে একত্রিত করে ৪০০ নম্বর থাকে।

আরও পড়ুন : ‘ঘরের ছেলে ঘরে ফিরল’, তৃণমূলে শোভন-বৈশাখী, ঘর ওয়াপসিতে আবেগঘন প্রাক্তন মেয়র

পেপার ২ বি আবার পুরোটাই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। সেখানে মোট ১০০ টি প্রশ্ন থাকে। প্রতি ভুল এমসিকিউ এর জন্য ১ নম্বর কাটা হবে। ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারে স্নাতক কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়।