ইজরায়েল ঘুরতে গিয়ে বিপাকে নুসরত! হামসের হামলায় দেশে ফেরা নিয়ে সংকটে নায়িকা

বাংলা হান্ট ডেস্ক : একথা আর জানতে কারোরই বাকি নেই যে ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে ফিলিস্তিনি দল হামাস। রীতিমত যুদ্ধাকালীন পরিস্থিতি এই দেশটিতে‌। আর সেখানেই গিয়ে আটকা পড়েছেন ভারতীয় অভিনেত্রী নুসরত। অভিনেত্রী গেছিলেন হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে হামলার পর থেকেই তার সাথে আর সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মিডিয়া সূত্রে খবর, এই জঙ্গি হামলার পর থেকেই নায়িকার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরিবার বা টিম কেউই আর যোগাযোগ করে উঠতে পারছিলনা। তবে সম্প্রতি খবর মিলেছে, আপাতত একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছেন অভিনেত্রী নুসরত ভারুচা। আপতত সুস্থই আছেন, ভারত সরকার যত তাড়াতাড়ি সম্ভব তাকে দেশে ফেরানোর চেষ্টা করছে।

এইদিন নুসরতের টিম জানিয়েছে, ‘‘আমরা অবশেষে নুসরতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দূতাবাসের সহায়তায় ওকে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি সুস্থ আছেন এবং ভারতে ফিরছেন।’’ এইদিন ইজরায়েল সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, ইতিমধ্যেই বিমানবন্দর অবধি পৌঁছেও গেছিলেন নুসরত। তবে বিশৃঙ্খলার কারণে সেই সময় বিমানবন্দর থেকে ফিরতে হয় তাকে। আপাতত পরের বিমানের অপেক্ষা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার রাতে দক্ষিণ ইজরায়েলের বিস্তীর্ণ এলাকায় ৫২০০ রকেটের মাধ্যমে বিরাট হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই শনিবার দুপুর নাগাদ যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা করে ইজরায়েল সরকার। ইসলামিক জঙ্গিগোষ্ঠীর নৃশংস অত্যাচারের উপযুক্ত জবাব দেয় ইজরায়েলি সেনা। বিমানবাহিনীও অবতীর্ণ হয় সেখানে।

864577 nushrat bharucha new

বর্তমানে পরিস্থিতি আরো উদ্বেগ বাড়িয়েছে। জানা যাচ্ছে বিরাট সংখ্যক হামাস জঙ্গি দক্ষিণ ইজরায়েলে ঢুকে পড়ে। এরপর সেখানে বেছে বেছে ইজরায়েল অধিবাসীদের ওপর আক্রমন চালায় তারা। হামাসের বিভিন্ন এলাকাতে সেনা বাহিনীর মিসাইল স্ট্রাইক চলে এবং বিমান হামলাও শুরু হয়ে যায়। ইতিমধ্যেই ২২ জন নাগরিক মারা গিয়েছেন হামলায়। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫০।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর