বাংলা হান্ট ডেস্ক : টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় যার নাম আগে না করলেই নয় আর তিনি হলেন অভিনেত্রী নুসরত জাহান। এমনিতে অভিনয়ের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি তাঁর সঙ্গে আবার পাল্লা দিয়ে এখন রাজনীতি সামলাচ্ছেন। যেহেতু বর্তমানে বসিরহাটের সাংসদ তাই তাঁকে ব্যস্ত শিডিউলের সঙ্গে কাটাতে হয়। তারও পরে আবার সংসার তো রয়েইছে কিন্তু এসবের মধ্য থেকেও একটু বিনোদন তো অবশ্যই আছে সকলের জীবনে।
নুসরত বরাবর বিনোদন প্রিয় তাই এবারেও ব্যতিক্রম হল না সম্প্রতি একটি জনপ্রিয় হিন্দি গান ইয়াদ পিয়া কি আর লাগা এই গানের সঙ্গে কালো ক্রপ টপ পরে ফাটিয়ে নাচ করলেন নুসরত জাহান আর সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে রীতিমতো ঝড় উঠেছে । দুষ্কৃতীর ইনস্টাগ্রাম থেকেই সেটি শেয়ার করা হয়েছে যেখানে কালো জিন্স এবং কালো রঙের করব টপ পরে নো মেক আপ লুকে দেখা দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
মাত্র কয়েকদিন আগে অসুস্থতার জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন কিন্তু তার পর ছাড়া পেয়েই তাঁকে সংসদের অধিবেশনে যোগদান করতে হয়েছে তবে এবার এ সবের মাঝেই তিনি অসুস্থতা ছাড়িয়ে রীতিমতো আনন্দ হই হুল্লোড়ে মেতে উঠলেন। তবে ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার পর অভিনেত্রীকে অনেকেই আবার বলেছেন যে এ ভাবে ঝড় তোলার অধিকার নেই।
সিনেমার অভিনয়ে নুসরত জাহানের নাচ তো সকলেই দেখে থাকেন তবে এ ভাবে আলাদা করে অভিনেত্রীদের নাচ দেখতে বোধ হয় বেশ লাগে। উল্লেখ্য এর আগে একটি টিক টক ভিডিওতে নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী গানের সঙ্গে লিপ মিলিয়ে একেবারে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছিলেন। সম্প্রতি নুসরত জাহানের একটি ছবি প্রকাশ্যে এসেছিল যেখানে একজন দেড় বছর বয়সী বেলুনওয়ালা কে জড়িয়ে ধরে ফটোশুট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁকে আবার বিশেষ পরিচয়ও দিয়েছেন তিনি।