বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবার ভোর ৩:৩৫ মিনিটে প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল ও বিতর্কিত তারকা তাপস পাল। এইদিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। এই খবর প্রকাশ্য আসতেই শোকের কালো ছায়া নেমে আসে চলচ্চিত্র জগত ও রাজনৈতিক মহলে। শোক জ্ঞাপন করেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকারাও।
টুইট করে তাপস পালকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটটি রিটুইট করে অভিনেত্রী মন্তব্য করেছেন, “সুপারস্টার ও অসাধারন সহকর্মী, যার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলাম আমি। ওনার আত্মার শান্তি কামনা করি।” তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, “তাপস পালের মৃত্যুতে গভীর শোকাহত। বাংলা চলচ্চিত্র জগতের একজন সুপারস্টার হওয়ার পাশাপাশি তৃণমূল পরিবারের এক সদস্যও ছিলেন তিনি। সাংসদ ও বিধায়ক হয়ে তিনি মানুষের জন্য কাজ করেছেন। ওনার অভাব পূরণ হবে না। ওনার স্ত্রী নন্দিনী, মেয়ে সোহিনী ও অসংখ্য ভক্তর জন্য আমার সমবেদনা রইল।”
https://twitter.com/nusratchirps/status/1229644636127481857?s=19
শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় ও অভিনেতা রঞ্জিত মল্লিকও। তাপস পালের মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন দেবশ্রী। শোক জ্ঞাপন করে তিনি বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না তাপস আর নেই। আমরা এক আপনজনকে হারিয়ে ফেললাম।” তাপস পালের প্রথম ছবি দাদার কীর্তিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দেবশ্রী ও তাপস পাল। এছাড়াও সমাপ্তি, চোখের আলোয়, পর্বত প্রিয়, আগমন, সুরের আকাশে সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন।
শোকপ্রকাশ করেছেন রঞ্জিত মল্লিক। সহকর্মীর প্রয়ানে তিনি বলেন, “অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। প্রায় সব ছবিই জনপ্রিয় হয়েছে। গুরুদক্ষিনার মতো ছবিতে তাঁর অভিনয় অসামান্য ছিল। দীর্ঘদিন তো একসঙ্গে কাজ করেছি তাই খবরটা শুনে খুব মন খারাপ হয়ে গেল। আর কী বলব। আত্মার শান্তি কামনা করি।” প্রসঙ্গত, বিমানবন্দরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মুম্বইয়ের জুহুর হলিক্রস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।