জুলাই আন্দোলনের সময় খুনের চেষ্টার অভিযোগ, অবশেষে জামিন পেলেন নুসরত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে দুদিন পর জামিন পেলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া (Nusrat Faria)। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। সোমবার জামিন খারিজ হওয়ার পর অবশেষে মঙ্গলবার জামিন পেলেন অভিনেত্রী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এদিন জামিন মঞ্জুর করে তাঁর।

মঙ্গলবার জামিন পেলেন নুসরত (Nusrat Faria)

রবিবার গ্রেফতারির পর তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। সোমবার আবার বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। মঙ্গলবার মামলার শুনানির সময় নুসরতের (Nusrat Faria) আইনজীবী দাবি করেন, যে সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, সে সময়ে দেশেই ছিলেন না নুসরত। তারপরেই আদালত জামিন মঞ্জুর করে তাঁর।

Nusrat faria got bail in murder charges

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী: জামিন পেতেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন নুসরত (Nusrat Faria)। তিনি লিখেছেন, ‘জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।’

আরো পড়ুন : পাক হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাঙ্কেতিক কথোপকথন! জেনেশুনেই ভারতের সঙ্গে ‘গদ্দারি’ করেন জ্যোতি?

কী লিখলেন নুসরত: কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’

আরো পড়ুন : সামনে থাকা লরিতে সজোরে ধাক্কা, জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার BSF জওয়ানদের কনভয়

প্রসঙ্গত, গত বছর জুলাই আন্দোলনের সময় নুসরতের (Nusrat Faria) বিরুদ্ধে উসকানি এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী লীগের হয়ে আর্থিক সহায়তা করেছিলেন তিনি। পাশাপাশি একটি খুনের মামলাতেও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে জানা যায়।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X