‘বউ বউয়ের মতো থাকবে’, নুসরতের ঘরের বাইরে ফ্রাইং প‍্যান হাতে চিৎকার নিখিলের! বিষ্ফোরক ভিডিও ভাইরাল

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহান (nusrat jahan) ও নিখিল জৈনের (nikhil jain) বিয়ে হয়েছে সবেমাত্র এক বছর পূর্ণ হল। কিন্তু দুজনের মাখোমাখো প্রেমের গল্প কারওরই অজানা নয়। মাঝে মাঝেই স্বামী স্ত্রীতে মিলে নতুন নতুন ফটোশুট করেন বা টিকটক করেন। লকডাউনেও একে অপরের সঙ্গে দিব‍্যি সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের।

কিন্তু নুসরত নিখিলের এমন সুখের সংসারে হঠাৎ করেই কি অশান্তির কালো মেঘের আনাগোনা? কোনো কারণে কি চিড় ধরেছে দুজনের সম্পর্কে? এমনি সব প্রশ্ন সম্প্রতি উঠে আসছে নেটিজেনদের মনে। কারণ একটি ভাইরাল ভিডিও। সোশ‍্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এমন একটি ভিডিও যাতে প্রকাশ হয়ে পড়েছে নুসরত নিখিলের দাম্পত‍্য কলহ!


ভাইরাল ভিডিওতে নিখিলকে ফ্রাইং প‍্যান হাতে নুসরতের ঘরের সামনে দাঁড়িয়ে হম্বিতম্বি করতে দেখা যাচ্ছে। চিৎকার করে তিনি বলছেন, ‘বউ বউয়ের মতো থাকবে। বাইরে বেরোও একবার, তোমার পা ভেঙে রেখে দেব’ ।

কিন্তু এরপরেই হঠাৎ করে বড় টুইস্ট। দরজা খুলে রণংদেহি মূর্তিতে নুসরত বেরোতেই ভোল বদল নিখিলের। ফ্রাইং প‍্যান সমেতই হাত জোড় করে তিনি তখন গাইছেন, ‘তুম যো আয়ে জিন্দেগি মে বাত বন গয়ি’।

ঠিক ধরেছেন, আসলে পুরো ভিডিওটাই বানানো মজার ছলে। টিকটক এখন ব‍্যানড, তাই স্বামীর সঙ্গে ইনস্টাগ্রাম রিলসে এই মজার ভিডিও করেছেন নুসরত। অভিনেত্রীর একটি ফ‍্যান পেজ থেকেই শেয়ার করা হয়েছে এই ভিডিও। আর শেয়ার করা মাত্রই তা ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের কাজে লন্ডন গিয়েছিলেন নুসরত জাহান। এই মুহূর্তে চলছে সেই ছবির ডাবিংয়ের কাজ। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার হতে চলেছে এই ছবি। লেখিকা দেবারতি মুখোপাধ‍্যায়ের ‘নরক সংকেত’ উপন‍্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

https://www.instagram.com/p/CH_xTd3BAKC/?igshid=trzj9jy6n77l

নুসরত ছাড়াও ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ‍্যায়, গৌরব চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষকে। এছাড়াও ব্রাত‍্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ ছবিতেও অভিনয় করবেন নুসরত।

X