বাংলাহান্ট ডেস্ক: নিজের লোকসভা কেন্দ্রে করোনা (corona) পরিস্থিতি পর্যবেক্ষণে এবার উঠেপড়ে লাগলেন তৃণমূল (tmc) সাংসদ নুসরত (nusrat jahan)। বসিরহাট (basirhat) সুপার স্পেশালিটি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কনফারেন্স কলে সেখানকার লকডাউন পরিস্থিতি ও করোনা বিষয়ক আলোচনা সারেন নুসরত। সেই বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
বাড়িতে বসেই অনলাইনে নিজের লোকসভা কেন্দ্র বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের CMOH, SDO সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নুসরত। বৈঠকে উঠে আসে বসিরহাটের লকডাউন সংক্রান্ত পরিস্থিতি ও করোনা বিষয়ক আলোচনা। সেই সঙ্গে যে করোনা যোদ্ধারা ২৪ ঘন্টা মানুষের সেবায় কাজ করে চলেছেন তাদেরও কুর্নিশ জানিয়েছেন তিনি।
https://www.instagram.com/p/B_9euvvHxDm/?igshid=zdwkutqlx8qk
প্রসঙ্গত, লকডাউনের মধ্যেও রাস্তায় বেরিয়ে অসহায় মানুষদের সাহায্য করতে দেখা গিয়েছিল নুসরতকে। প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে অভিনেত্রী হাজির হন বেহালার এক বৃদ্ধাশ্রম ও বিশেষ ভাবে সক্ষম মানুষদের হোমে। তাদের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ান নুসরত।
https://www.instagram.com/p/B_sHkTUhJgX/?igshid=1krdo8qdixy4f
https://www.instagram.com/p/B_sE4ZpBAjY/?igshid=5a9uv4296994
তখনই তিনি জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি বসিরহাটে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করছেন তাঁরা। কয়েকটি কর্পোরেট সংস্থার সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া লকডাউনের শুরু থেকেই বাড়ি বসে সবাইকে করোনা সম্পর্কে সচেতন করার কাজ চালাচ্ছিলেন নুসরত।
https://www.instagram.com/p/B-mqzgnHwSi/?igshid=1i7zxcqu4dyzk
তবে এসবের মাঝেও টিকটক করা বন্ধ করেননি নুসরত জাহান। আর সেজন্য তুমুল সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে ট্রোলিংকে কোনও দিনই খুব একটা পাত্তা দেননি নুসরত। বরং নিজের স্টাইলেই তিনি সাফ জানিয়ে দেন নিজের কাজটা খুব ভালভাবেই জানেন তিনি।