যশের কোলে নুসরতের সদ‍্যোজাত, হাসপাতালে থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী

   

বাংলাহান্ট ডেস্ক: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। গত ২৬ অগাস্ট মা হয়েছেন তিনি। পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন। ছেলের নাম তিনি রেখেছেন ঈশান। রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা থাকলেও সেদিন হয়নি। তাই আজ, সপ্তাহের প্রথম দিনেই সদ‍্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরত। সঙ্গে অবশ‍্যই যশ দাশগুপ্ত (yash dasgupta)।

সোমবার ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে নিজের বালিগঞ্জের বাড়িতে ফিরলেন নুসরত। তাঁকে বাড়ি ফিরিয়ে আনতে হাসপাতালে গিয়েছিলেন যশ। নুসরতকে হাসপাতালে নিয়েও গিয়েছিলেন তিনি। গোটা সময়টাই ‘প্রিয় বান্ধবী’র পাশে পাশে ছিলেন তিনি। সে ওটি তেই হোক বা সন্তান জন্মের পরেই হোক না কেন।

IMG 20210828 134629
এদিন নুসরতকে বাড়ি ফিরিয়ে আনার সময়েও যশের কোলেই দেখা গেল সদ‍্যোজাতকে। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় এবং বাড়ি পৌঁছে গাড়ি থেকে নামার সময় দুবারই যশের কোলেই ছিল নুসরতের সদ‍্যোজাত ছেলে। গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের ক‍্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। তবে সদ‍্যোজাতর মুখ দেখাননি তাঁরা।

হাসপাতাল সূত্রে খবর, মা ও সদ‍্যোজাত দুজনেই সুস্থ রয়েছে। নুসরত স্তন‍্যপানও করাচ্ছেন সন্তানকে। সদ‍্যোজাতর নাম তিনি রেখেন ঈশান। অনেকেই মনে করছেন যশের সঙ্গে মিলিয়েই এই নাম রেখেছেন তিনি। ছেলেকে নাকি এক মুহূর্ত কাছছাড়া করতে চাইছেন না অভিনেত্রী।

সদ‍্যোজাতর সুবিধা, অসুবিধা সব দিকেই কড়া নজর তাঁর। একই অবস্থা যশ দাশগুপ্তেরও। নিজের কেবিনেই নাকি ছেলেকে রেখেছিলেন নুসরত। তাঁদের দুজনের সঙ্গেই ছিলেন যশ। নেটনাগরিকদের এখন অপেক্ষা কবে ফুটফুটে ছেলের প্রথম ছবি শেয়ার করবেন নুসরত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর