‘লোককে গল্প বানাতে দাও…’, বিচ্ছেদের জল্পনার মাঝে বিষ্ফোরক নুসরত

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : নুসরত জাহান (Nusrat Jahan) এবং যশ দাশগুপ্ত টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি। অনস্ক্রিন জুটি থেকে বাস্তব জীবনে জুটি হয়ে উঠেছেন দুজনে। কিন্তু তাঁদের নিয়ে বিতর্ক অব্যাহত। মাঝে আচমকাই জোরালো হয় দুজনের বিচ্ছেদের গুঞ্জন। দুজনে আলাদা আলাদা ঘুরতে গিয়েছেন। এমনকি শোনা যায়, সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলোও করে দিয়েছিলেন তাঁরা। তবে সেকথা অস্বীকার করেন যশ।

জন্মাষ্টমীতে আলাদা ভাবে ধরা দেন যশ নুসরত (Nusrat Jahan)

যদিও সম্প্রতি জন্মাষ্টমীতে দুজনের ছবি অনুরাগীদের বড় স্বস্তি এনে দিয়েছিল। বেশ বোঝা গিয়েছিল, নিজেদের বাড়ি থেকেই ছবি শেয়ার করেছিলেন তাঁরা। আলাদা আলাদা ভাবে ছবি দিলেও জুটিকে আনন্দে দেখে খুশি হয়েছিলেন ভক্তরাও। এবার ফের বিচ্ছেদ জল্পনায় পাকাপাকি জল ঢেলে জুটিতে ছবি শেয়ার করলেন যশরত (Nusrat Jahan)।

Nusrat jahan opened up about divorce rumours

ফের জুটিতে যশরত: ছবিতে নেটের শাড়িতে ধরা দিয়েছেন নুসরত। সঙ্গে কুন্দনের গয়না। পাশে একই রঙের বন্ধ গলায় দেখা গেল যশকে। অভিনেতার দিকে হাসিমুখে তাকিয়ে নুসরত (Nusrat Jahan)। তবে নজর কেড়েছে অভিনেত্রীর পোস্টের ক্যাপশন। তিনি লিখেছেন, ‘মানুষকে গল্প ছড়াতে দিন। আমরা আমাদের মতো বাঁচি’।

আরও পড়ুন : দুই বাচ্চার মা হয়ে সারল্য হারিয়েছেন? দেবের মন্তব্যে শুভশ্রী বললেন, ‘…এমন অসম্মান’! ফের ভাঙল জুটি

কী নিয়ে জল্পনা: কিছুদিন আগে ইনস্টাগ্রামে নুসরতকে (Nusrat Jahan) ‘আনফলো’ করতে দেখা গিয়েছিল যশকে। আলাদা আলাদা ভাবে ঘুরতে গিয়েছিলেন দুজনে। নিজের পরিবার, সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন নুসরত (Nusrat Jahan)। অন্যদিকে নিজের প্রথম পক্ষের ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন যশ। সেই থেকেই দুজনের মধ্যে বিচ্ছেদ জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন : এক লক্ষের বেশি বেড়েছে যাত্রী, দৈনিক কোটি টাকা আয়ের লক্ষ্য, লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর

মাঝে শোনা গিয়েছিল, নুসরত যশ নাকি আলাদা থাকছেন। যশের প্রাক্তন সম্পর্ক ঘিরেই যত সমস্যার সূত্রপাত বলে শোনা গিয়েছিল। নুসরত (Nusrat Jahan) নাকি কিছু শর্ত দিয়েছিলেন একসঙ্গে থাকার জন্য। কিন্তু সেসব মানতে নাকি নারাজ ছিলেন যশ। তার জেরেই বিপত্তি। তবে এখন সমস্ত দূরত্ব মিটিয়ে ফের কাছাকাছি এসেছেন যশ নুসরত।