প্রথমবার সন্তানের সঙ্গে বাবা যশের ছবি পোস্ট করলেন নুসরত, স্যোশাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ যশরত জুটিকে নিয়ে কাঁটাছেঁড়া যেন থামতেই চাইছেন না। মানুষের মনে যশ (yash dasgupta)-নুসরতের (nusrat jahan) প্রেম নিয়ে কৌতুহল যেন দিনকে দিন বেড়েই চলেছে। নুসরতের অন্তঃসত্ত্বা হওয়া থেকে সেই যে হট কেক গসিপ শুরু হয়েছে যশ-নুসরতকে নিয়ে, সন্তানের পিতৃ পরিচয় জানানোর পরও তা থামার নাম নিচ্ছে না। তাঁদের প্রতিটি মুহূর্তের আপডেট জানার জন্য অধীর আগ্রহে থাকে নেটিজনরা।

সম্প্রতি যশ-নুসরতের এক সন্তানকে নিয়েই আবারও চর্চা শুরু হল স্যোশাল মিডিয়ায়। বুধবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন ঈশানের মাম্মা। যেখানে তিনি ‘#Happy My Kiddo’ বলে ক্যাপশনও দেন। আর এই নিয়েই আবারও উন্মাদনা শুরু হয়েছে নেটদুনিয়ার বাসিন্দাদের মধ্যে।

বিষয়টা হল, ইশানের বাবা যশ দাশগুপ্তের পোষ্য প্রেমের কথা সকলেরই জানা। বর্তমান সময়ে তাঁর প্রিয় হ্যাপিকেও নিজের সন্তানের মত করেই আগলে রাখছেন ঈশানের মাম্মা। তাই স্যোশাল মিডিয়ায় যশ হ্যাপিকে নিয়ে পোস্ট দিতেই, ওদিকে নুসরতও করলেন একটি পোস্ট। আর ক্যাপশনে লিখলেন, ‘হ্যাপি… লাভ… মাই কিডো’।

https://www.instagram.com/p/CQp9M_sBRzO/?utm_source=ig_embed&ig_rid=76fec220-d208-4c94-8451-d227f47de176

ইশানের জন্মের পর থেকে তাঁকে এক মুহূর্তও চোখের আড়াল করছে না যশরত। সদ্যজাতকে দেখার আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে নেটিজনদের মনে। সন্তানকে কিছুটা সামলে নিয়ে আবারও কাজের জগতে ফিরেছেন বাবা মা দুজনেই। একদিকে সিনেমার শুটিং এবং অন্যদিকে সংসদীয় দায়িত্ব, সমানতালে দুই দিকই ব্যালেন্স করে চলছেন নুসরত। তবে কবে ফ্রেমবন্দি হবে ঈশান, সেই সিদ্ধান্ত তাঁর বাবা নেবে বলেই জানিয়েছেন নুসরত জাহান।

X