বাংলাহান্ট ডেস্ক: একুশের ভোটের আগে নতুন কর্মসূচী শুরু করেছে তৃণমূল (tmc) সরকার। ‘দুয়ারে দুয়ারে’ কর্মসূচীতে একসঙ্গে রাজ্য সরকারের সব প্রকল্প খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ১০০ দিনের কাজের সুবিধা মিলবে। এই নতুন কর্মসূচীর পরিষেবা মানুষজন ঠিকঠাক পাচ্ছেন কিনা তা দেখার জন্য এবার বসিরহাট সফরে এলেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (nusrat jahan)।
আজ, শনিবার বসিরহাট ঘুরে দেখেন নুসরত। কথা বলেন মানুষের সঙ্গে। বসিরহাটের উত্তর বিধানসভা কেন্দ্রের একটি স্কুলে এদিন ‘দুয়ারে দুয়ারে’ সরকারি পরিষেবার ক্যাম্প ঘুরে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখিও হন সাংসদ অভিনেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর মুখে।
নুসরতের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সুবিধার জন্য সবই এক ছাদের তলায় এনে দিয়েছেন। এমন অসাধারন উদ্যোগ এর আগে কেউই নেয়নি বাংলায়। রাজ্যের মানুষ ভাল থাকুক, বাচ্চারা সঠিক শিক্ষা পাক এটাই চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, অভিনয়ের সঙ্গে সঙ্গে সাংসদের দায়িত্ব দুটোই কিভাবে সমান তালে সামলাতে হয় তা এতদিনে ভালই বুঝে গিয়েছেন নুসরত। শুটিং বা হট ফটোশুট হোক কিংবা সভামঞ্চে তীক্ষ্ণ রাজনৈতিক বক্তৃতা দুদিকই দিব্যি সামলাচ্ছেন তিনি।
অপরদিকে নিজের অভিনয় কেরিয়ারের চাকাও চলছে দ্রুত গতিতে। কিছুদিন আগেই ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের কাজে লন্ডন গিয়েছিলেন নুসরত জাহান। এই মুহূর্তে চলছে সেই ছবির ডাবিংয়ের কাজ। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার হতে চলেছে এই ছবি। লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ের ‘নরক সংকেত’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।
নুসরত ছাড়াও ছবিতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষকে। এছাড়াও ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ ছবিতেও অভিনয় করবেন নুসরত।
দীর্ঘ নয় বছর পর এই ডিকশনারি ছবি দিয়েই ফের পরিচালনায় ফিরছেন ব্রাত্য বসু। বুদ্ধদেব গুহর ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ ছোট গল্পের কাহিনি অবলম্বনেই তৈরি হতে চলেছে এই ছবি। চলতি বছরের জানুয়ারিতেই জানা গিয়েছিল ব্রাত্য বসুর পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে চলেছেন নুসরত।