বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় চলছে সপ্তম দফা নির্বাচন। মাকে সঙ্গে নিয়ে সকাল সকাল ভোট দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan Ruhi)। ভোট দিয়েই কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনকে।
বাংলায় গদি দখলের লড়াই অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। একদিকে চলছে শাসক দলের গদি বাঁচানোর লড়াই, আর অন্যদিকে সেই গদি তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে চাইছে বিজেপি। নির্বাচনের মাঝে ঝড়ের গতিতে সংক্রমণ বাড়লেও, প্রচারে কিছু নিষেধাজ্ঞা জারির পর করোনা আবহেই চলছে নির্বাচন পর্ব। আর বাকি মাত্র ১ দফা। তারপরই ২ রা মে ফলাফল।
Wherever I've been campaigning I've seen people's support for only one face-our CM's…Why was EC sleeping all this while? When PM decided he won't hold any public meetings, EC decided to call off all public meetings. It listens to PM & HM more than anyone else: Nusrat Jahan Ruhi pic.twitter.com/cg7Lp1xwxc
— ANI (@ANI) April 26, 2021
সপ্তম দফা নির্বাচনে মাকে নিয়ে সকাল সকাল নিজের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। ভোট দিয়ে সাংবাদিকদের জানালেন, ‘আমি যেখানেই প্রচারে গিয়েছি, সেখানে গিয়েই দেখেছি মানুষ শুধু একটা মুখকেই সমর্থন করেন- আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। প্রধানমন্ত্রী যখন বাংলায় জনসভা না করার সিদ্ধান্ত নিলেন, তারপরই নির্বাচন কমিশন সমস্ত সভা বাতিল ঘোষণা করল। কমিশন কি এতোদিন ঘুমাচ্ছিল?’
অন্যদিকে এদিন সকাল সকাল ভবানীপুর মিত্র ইনস্টিটিউটে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। ভোট দেওয়ার পর আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, ‘অনেকগুলো দফা শেষে আজকে সপ্তম দফায় এসে হাজির হয়েছি। নির্বাচন হয়ে গিয়েছে ২৩০ আসনে। আমার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে বিচার করে, ফলাফলের বিষয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। মানুষের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে’।
TMC MP Abhishek Banerjee cast his vote for 7th phase of #WestBengalElections at Mitra Institution in Bhowanipore, Kolkata. He says, "Extremely confident that Mamata Banerjee will be back with 2/3rd majority…People are dying but EC is conducting 8-phase polls to benefit a party" pic.twitter.com/KOL3QfQc7J
— ANI (@ANI) April 26, 2021
এরপরই তিনি বলেন, ‘এবারও জিতছে তৃণমূল। আবারও দুই-তৃতীয়াংশের বেশি আসনে সংখ্যা গরিষ্ঠতায় মমতা ব্যানার্জিই জিতছেন। আমারই এবারে জিতছি। কিভাবে আসন সংখ্যা বৃদ্ধি করা যায়, সেই প্রচেষ্টা করছি আমরা। আমি আত্মবিশ্বাসী এবং আগের দফার নির্বাচনের নিরিখে বলতে পারি,মানুষের সঙ্গে সাক্ষাতে বুঝেছি- আমরাই জিতব’।