ভালোর জন‍্যই ঈশ্বর কিছু মানুষকে মুছে দেন জীবন থেকে, নিখিলকে কটাক্ষ ছুঁড়লেন নুসরত!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সংবাদ শিরোনাম থেকে সরবেন না, সম্ভবত এমনি প্রতিজ্ঞা করেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই শহরের বৃষ্টিভেজা রাস্তায় হাতে হাত ধরে ধরা পড়েছেন দুজনে। সে গসিপ থামতে না থামতেই ফের নেটদুনিয়ায় কটাক্ষের তীর ছুঁড়লেন নুসরত।

‘ঈশ্বর আমাদের জীবন থেকে কিছু মানুষকে মুছে দেন কারণ তিনি এমন কিছু কথা শুনেছেন যা আমরা শুনতে পাইনি’। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই লেখাটিই পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু এই স্টোরিতে কারোর নাম উল্লেখ করেননি তিনি। তবে নেটিজেনরা তো যা বোঝার বুঝেই নিয়েছেন।


নেটজনতার সন্দেহ, এই পোস্ট নুসরত ‘প্রাক্তন স্বামী’ নিখিল জৈনকে (nikhil jain) খোঁচা মেরেই করেছেন। আসলে দুজনের সম্পর্ক বিচ্ছেদের খবর প্রকাশ‍্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় একে অপরকে কটাক্ষ করে কাদা ছোঁড়াছুঁড়ির পর্ব চলছেই নুসরত নিখিলের। তবে সবটাই পরোক্ষে। সোজাসুজি কেউই কারোর নাম উল্লেখ করেননি। শুধু নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পর সরাসরিই নিখিল দাবি করেছিলেন, এই সন্তানের বাবা তিনি নন। দীর্ঘদিন ধরেই নুসরতের সঙ্গে কোনো সম্পর্ক তাঁর নেই।


সম্প্রতি বুধবার দুপুরে পার্কস্ট্রিটের একটি রেস্তোরাঁতে খেতে গিয়েছিলেন নুসরত যশ। সংবাদ মাধ‍্যমে ইতিমধ‍্যেই একটি ভিডিও প্রকাশ‍্যে এসেছে যেখানে দুজনকে দেখা যাচ্ছে রেস্তোরাঁর মধ‍্যে। হাত ধরে সাবধানে অন্তঃসত্ত্বা নুসরতকে রাস্তা পার করাতেও দেখা গিয়েছে যশকে। বৃষ্টির দুপুরে দুই তারকাকে এভাবেই দেখল কলকাতাবাসী। তবে আশেপাশের মানুষ কী ভাবছেন বা বলছেন তাতে পাত্তা দিতে দেখা যায়নি যশ নুসরতকে।

https://www.instagram.com/p/CSL4lehqScD/?utm_medium=copy_link

এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নিখিল পালটা কিছু ছবি শেয়ার করেছেন নেটমাধ‍্যমে। তাঁর মুখের একপাশে লাল আভা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘আগুনে হয়তো কিছু জিনিস তুমি হারাতে পারো। কিন্তু ওই ছাই থেকেই তুমি আবার উঠে দাঁড়াও। ফিনিক্স হও, লাভা হও’।

X