যশের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুম, ফ্লাইটের মধ‍্যেই ঘনিষ্ঠ যশ-নুসরত

বাংলাহান্ট ডেস্ক: দিন কয়েক আগেই বিমানবন্দরে দেখা মিলেছিল দুজনের। ব‍্যাগ পত্তর গুছিয়ে হাতে হাত রেখে কলকাতা ছেড়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। ঘুরতে যাওয়ার সময় বরাবরই রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা যায় দুজনকে। এবারেও সাদা কালো রঙমিলান্তি সাজে ধরা দিয়েছিলেন যশরত জুটি।

প্রথমে আলাদা আলাদাই ছবি শেয়ার করেছিলেন তাঁরা। তারপরেই চমক। নিজের ছেলের বাবার সঙ্গে একগুচ্ছ রোম‍্যান্টিক মুহূর্তের কোলাজ শেয়ার করেছেন নুসরত। কখনো ঘু্রতে যাওয়ার আনন্দে মজার মজার কাণ্ডকারখানা করছেন নুসরত। আবার কখনো প্রেমিকাকে ট্রলিতে বসিয়ে ঠেলে নিয়ে যাচ্ছেন যশ।

IMG 20220331 124955
ফ্লাইটের মধ‍্যেকার কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যশের কোলে নিশ্চিন্তে ঘুমোতে দেখা গিয়েছে তাঁকে। লজ্জা শরম ভুলে সবার সামনে অভিনেতাকে জড়িয়েও ধরেছেন তিনি। ক‍্যাপশনে নুসরত লিখেছেন, ‘সিনেমা যদি জীবনের থেকে বড় না হয়, তাহলে জীবন তো একটাই। এটাকেই বড় করে তোলো’।

IMG 20220331 125010
সম্প্রতি আরো কিছু ছবি শেয়ার করেছেন নুসরত। ফ্লাওয়ার প্রিন্টের গোলাপি ওয়ান পিস পোশাকে সেজেছেন তিনি। মাথায় একটি গোলাপি সানগ্লাস, কাঁধে ব্র‍্যান্ডেড ব‍্যাগ। ফুলের সাজানো ব‍্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন নুসরত। ক‍্যাপশনে লিখেছেন, ‘ফুলের মতো ভঙ্গুর নই, বোমার মতো ভঙ্গুর।’

https://www.instagram.com/reel/CbrW5VypL2d/?utm_medium=copy_link

সূত্রের খবর মানলে, মূলত শুটিংয়ের কাজেই যশ নুসরতের এই সফর। সেই সঙ্গে ঘুরেও নিচ্ছেন দুজনে। তবে তাঁরা কোথায় গিয়েছেন সে সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। তবে কমেন্ট বক্সে অনেকে দাবি করেছেন, যশ নুসরত থাইল‍্যান্ডে রয়েছেন।

https://www.instagram.com/p/CbuKIvMrljy/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CbuKIw3Adwl/?utm_medium=copy_link

আগামীতে একই সঙ্গে একটি ছবিতে জুটি হিসাবে দেখা যাবে যশ নুসরতকে। প্রযোজক এনা সাহার সঙ্গেই নতুন ছবির কাজ শুরু করেছেন নুসরত যশ‍। ছবির নাম ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। তপন সিংহের ছবি ‘আতঙ্ক’ এর জনপ্রিয় সংলাপ ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’কেই নতুন ছবির নাম হিসেবে ব‍্যবহার করছেন পরিচালক শিলাদিত‍্য মৌলিক।

Niranjana Nag

সম্পর্কিত খবর