মাত্র ৪ বছরেই এই! ছেলে ঈশানের যা কীর্তি সামনে আনলেন নুসরত… দেখে হতবাক নেটিজেনরা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বছর চারেক আগে মা হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। ২০২১ সালে তিনি জন্ম দেন একমাত্র পুত্র ঈশানের। নুসরতের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সে সময় ব্যাপক জলঘোলা হয়েছিল। বিতর্ক হয়েছিল নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়েও। যদিও পরবর্তীতে সামনে আসে যশ দাশগুপ্তই ঈশানের বাবা। যশ এবং নুসরতের (Nusrat Jahan) নাম মিলিয়েই নাম রাখা হয় সন্তানের।

মাত্র চার বছর বয়স নুসরত (Nusrat Jahan) পুত্রের

প্রথম বিয়ে থেকে এক পুত্র সন্তান রয়েছে যশের। সে থাকে বাবার সঙ্গেই। যশ নুসরত (Nusrat Jahan) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হলেও ছেলেদের নেটদুনিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন অভিনেতা। জন্মের কয়েক মাস পর দুই ছেলের একসঙ্গে ছবি শেয়ার করেছিলেন তিনি। তারপর থেকে হাতে গুনে মাত্র কয়েকবারই ছেলের ছবি প্রকাশ্যে এনেছেন নুসরত (Nusrat Jahan)।

Nusrat Jahan shared her son yishaan creativity

কী কাণ্ড ঘটাল ঈশান: তবে এবার ছেলের যা কীর্তি সামনে আনলেন অভিনেত্রী তা দেখে অবাক সকলেই। সবেমাত্র চার বছর বয়স ঈশানের। এর মধ্যেই নিখুঁত গোল রুটি বানিয়ে তাক লাগিয়ে দিল নুসরত (Nusrat Jahan) পুত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। দুটি রুটির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সন্তান যখন মায়ের জন্য রান্না করে’।

Nusrat Jahan shared her son yishaan creativity

আরও পড়ুন : ‘জ্বালানি কেন বন্ধ করলে?’ প্রকাশ্যে ‘অভিশপ্ত’ বিমানের ককপিটের কথোপকথন, কী ভয়ানক তথ্য উঠে এল তদন্ত রিপোর্টে?

প্রশংসা করছেন নেটিজেনরা: নুসরতের (Nusrat Jahan) ইনস্টাগ্রাম স্টোরি দেখে অবাক সকলেই। রুটি গোল বানানো সহজ কথা নয়। কিন্তু চার বছরের এক খুদে এত সুন্দর রুটি বানিয়েছে দেখে বাহবা দিচ্ছেন নেটিজেনরা! ভালো রান্না করার জন্য সুখ্যাতি রয়েছে নুসরতের (Nusrat Jahan)। ছেলেকেও এখন থেকেই তিনি প্রাথমিক ট্রেনিং দিয়ে রাখছেন দেখে প্রশংসা করেছেন নেটনাগরিকরা।

আরও পড়ুন : অনুব্রতকাণ্ডে তদন্তে হস্তক্ষেপের অভিযোগ, হাইকোর্টে বিচারপতির ধমক খেয়ে বেকায়দায় জাতীয় মহিলা কমিশন!

প্রসঙ্গত, সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যশ নুসরতের মধ্যে নাকি ফাটল ধরেছে। কানাঘুষো শোনা গিয়েছিল, দুজনে নাকি আলাদা থাকছেন, আলাদা আলাদা ঘুরতেও যাচ্ছেন। যদিও সেসব গুঞ্জনে ইতি পড়েছে আগেই। নিন্দুকদের মুখে ছাই দিয়ে দিব্যি ‘কাপল গোলস’ সেট করছেন নুসরত যশ।