সাদা-হলুদ ইন্দো ওয়েস্টার্নেই বাজিমাত, চোখের কাজলে নতুন বছরে উষ্ণতা বাড়াচ্ছেন নুসরত

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতে নতুন রূপে হাজির হয়েছেন তৃণমূলের (tmc) সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও সমান সাবলীলতা দেখাচ্ছেন তিনি। ২০২১ এর শুরু থেকেই সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের জন‍্য একের পর এক নতুন ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন তিনি।

এবারে ইন্দো ওয়েস্টার্ন পোশাকে ধরা দিয়েছেন নুসরত। সাদা টি শার্টের সঙ্গে হলুদ লং স্কার্ট পরেছেন তিনি। সঙ্গে হাতে সবুজ ও রূপোলি চুড়ি, গলায় হার। কাজল কালো চোখে অনুরাগীদের বুকের ধুকপুকুনি আরো বাড়িয়ে দিয়েছেন নুসরত। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।

72301232 156324315736443 458063116501491045 n

নতুন বছরের শুরুতেই নতুন একটি রিল ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায় তুড়ি মেরে নিজের পোশাক বদলে ফেলছেন নুসরত। নীল ড্রেস থেকে শুরু করে সাদা ‘caution’ লেখা কোট প‍্যান্ট সবেতেই চোখ ধাঁধানো লুকস নুসরতের।

সম্প্রতি ২০২০ শেষ হওয়ার আগের দিনই চরম হট অবতারে হাজির হয়েছিলেন নুসরত। হালকা হলুদ স্লিভলেস টপ, সাদা শ্রাগ, টপের ফাঁকে উঁকি দিচ্ছে বুকে আঁকা ট‍্যাটু। এলো চুলেই নেটপাড়ার তাপমাত্রার পারদ চড়িয়েছিলেন নুসরত। সঙ্গে ছবির ক‍্যাপশনে লিখেছিলেন, ‘সব নিয়ম যদি মানতে যাও তাহলে সব মজা মিস হয়ে যাবে।’

সক্কাল সক্কাল নুসরতের এমন মোহময়ী ফটোশুট পোস্ট হতে না হতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। আসলে এই ফটোশুটের নেপথ‍্যের ভিডিও আগেই পোস্ট করেছিলেন তিনি। এবার প্রকাশ‍্যে আনলেন তিন তিনটি ছবি। প্রতিটি ছবিই তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

কিছুদিন আগেই সফট টয়েসের মাঝে বসে ফটোশুট করতে দেখা গিয়েছিল নুসরতকে। টেডি বিয়ার, ডোরেমনের সফট টয় নিয়ে আনন্দে মেতে উঠতে দেখা যায় নুসরতকে। ফের যেন ছোট্ট বেলায় ফিরে গিয়েছেন তিনি। টেডির সঙ্গে নিজের মনেই খেলায় মেতে উঠতে দেখা যায় তাঁকে। একটি উক্তি ক‍্যাপশনে লিখে তিনি বলেন, ‘আমরা শুধু বুদ্ধি ও জ্ঞানেই সমৃদ্ধ হই কিন্তু মনের ভেতরের খেলাঘর কখনো ভুলি না।’

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

Niranjana Nag

সম্পর্কিত খবর