বাংলাহান্ট ডেস্ক: সন্ত্রাসবাদের কবল থেকে শহর কলকাতাকে বাঁচাতে বদ্ধপরিকর যশ দাশগুপ্ত (yash dasgupta) ও নুসরত জাহান (nusrat jahan) ওরফে অফিসার অ্যামান্ডা। তাঁরা দুজনেই অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের দোর্দন্ডপ্রতাপ অফিসার। এই ভূমিকাতেই এবার বড়পর্দায় দেখা যাবে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে।
প্রকাশ্যে এসেছে যশ ও নুসরত অভিনীত ‘SOS Kolkata’ র টিজার (teaser)। ভরপুর অ্যাকশন ও রোমাঞ্চে ঠাসা ১ মিনিট ১৫ সেকেন্ডের এই টিজারটি। ছবিতে মিমি চক্রবর্তীও (mimi chakraborty) রয়েছে যশের স্ত্রী সঞ্জনার চরিত্রে। তাঁর চরিত্রের নাম সুজাতা। মিমির চরিত্রটি সম্পর্কে এখনো বিশেষ কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে গৃহবধূর ভূমিকাতেই দেখা যাবে তাঁকে।
স্বল্প সময়ের টিজারে বেশ ‘বোল্ড’ অবতারে দেখা গিয়েছে নুসরতকে। বন্দুক চালানো থেকে শুরু করে ফাইট সিন সবেতেই নজর কেড়েছেন অভিনেত্রী। বিশেষ করে ছবিতে তাঁর লং বব কাট চুল আলাদা মাত্রা স্থাপন করেছে।
এই চরিত্রটি সম্পর্কে নুসরত জানান, এমন অ্যাকশন দৃশ্য এর আগে বাংলা ছবিতে নায়িকারা তেমন করেননি। বিষয়টা খুবই চ্যালেঞ্জিং তবে অ্যামান্ডা চরিত্রটি ফুটিয়ে তুলতে তাঁর খুবই ভাল লেগেছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টিজারটি শেয়ার করেছেন নুসরত।
সাংসদ হওয়ার পর এই প্রথম প্রিয় বন্ধু তথা ‘বোনু’ মিমি চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন নুসরত। সেই দিক থেকেই ছবিটি নিয়ে উৎসাহের মাত্রা তুঙ্গে অনুরাগীদের। এর আগে ক্রিসক্রস, কেলোর কীর্তি ছবিতে একত্রে দেখা গিয়েছিল নুসরত ও মিমিকে।
https://www.instagram.com/tv/CF0_jnYHoWw/?igshid=15k24x7260327
অপরদিকে যশের সঙ্গে নুসরতের শেষ ছবি ‘ওয়ান’। তবে মিমি বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন অভিনেতার সঙ্গে। তার মধ্যে রয়েছে গ্যাংস্টার, মন জানে নার মতো ছবি।
https://www.instagram.com/p/CFzXcQ_HCyH/?igshid=utf7352o6ibx
‘SOS Kolkata’ ছবিতে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায় ও এনা সাহাকে। এই ছবির সহ প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন এনা। ছবির পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। চলতি বছর দূর্গাপুজোতে মুক্তি পাবে ‘SOS Kolkata’।