পুজোর আগেই স্বীকার করেছেন যশের সঙ্গে ‘বিয়ে’, এবার সোশ‍্যাল মিডিয়ায় ‘কামাসূত্র’ শেখালেন নুসরত

বাংলাহান্ট ডেস্ক: স্বামী, সন্তান নিয়ে পরিপূর্ণ সংসার নুসরত জাহানের (nusrat jahan)। প্রাক্তন ‘সহবাস সঙ্গী’ নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ এখনো হয়নি। কিন্তু তা নিয়ে তেমন মাথাব‍্যথা নেই সাংসদ অভিনেত্রীর। নিজের জগতে বেশ সুখেই আছেন তিনি। এবার সোশ‍্যাল মিডিয়ায় ‘কামাসূত্র’ শেখালেন নুসরত।

না না, এই কামাসূত্র বাৎস‍্যায়ন রচিত ‘কামসূত্র’ নয়। আসলে প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকার উপায় শিখিয়েছেন অভিনেত্রী। ইংরেজিতে লিখলে ‘Calm-a-Sutra’। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে নুসরত এই ‘কামাসূত্র’এর পাঠ শিখিয়ে যা লিখেছেন তার অর্থ দাঁড়ায়, যে যাই বলুক না কেন কোনো কিছুতেই কান না দেওয়া।

Screenshot 2021 11 05 16 21 12 478 com.instagram.android
আসলে নিজেও এই শিক্ষাতেই বিশ্বাসী নুসরত। দীর্ঘদিন ধরেই ট্রোল, সমালোচনার শিকার হয়ে চলেছেন তিনি। ধর্ম নিয়ে কট্টরপন্থীদের আক্রমণের পাশাপাশি নিখিল জৈনের সঙ্গে বিয়ে, সহবাস বিতর্ক নিয়েও তুমুল সমালোচিত হয়েছিলেন নুসরত। তারপর যশের সঙ্গে সম্পর্ক, মা হওয়া সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতির মধ‍্যে দিয়ে কেটেছে তাঁর। কিন্তু তিনি পণ করেছিলেন কোনো রকম নেতিবাচকতাকে পাত্তা দেবেন না, দিচ্ছেনও না।

Screenshot 2021 11 05 00 47 27 274 com.instagram.android

দীপাবলীর দিনই অনুরাগীদের সারপ্রাইজ দিয়েছেন যশ নুসরত। অভিনেতার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা মিলল ছোট্ট ঈশানের। চোখ বুজে শুয়ে একরত্তি। ঘুমের মধ‍্যে মুখে আলতো হাসি। পাশে বসে ভাইকে এক দৃষ্টিতে দেখে চলেছে বড় দাদা। বয়স অবশ‍্য তারও খুব একটা বেশি নয়। দুজনের পরনেই যশ নুসরতের সঙ্গে রঙ মিলিয়ে বেগুনি রঙা পাঞ্জাবি। নিজের দুই ছেলের এই মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করেছেন যশ। সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন ‘ব্রাদারস লভ’।

নুসরত নিজেও শেয়ার করেছেন ঈশানের ছবি। তবে তাঁর ছবিতে ছেলের শুধু মাথার পেছনটাই দৃশ‍্যমান। অনুরাগীদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি যশের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন তিনি। গোটা পরিবারই এদিন সেজে উঠেছিল বেগুনি পোশাকে। ভাইরাল সমস্ত ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর