সন্তানসম্ভবা হয়েও গর্ভনিরোধকের প্রচার! নুসরতের ভাবী সন্তানের ‘বিজেমূল’ নাম দিল নেটজনতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক ট্রোলের (troll) সম্মুখীন হয়ে চলেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। প্রথমে সন্তানসম্ভবা হওয়ার খবর ও তারপর নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার। কার্যত নিজের বক্তব‍্যে নিজেই ফাঁপড়ে পড়ে গিয়েছেন নুসরত। উপরন্তু গর্ভনিরোধক পিলের প্রচার চালিয়ে যাওয়ায় আরো সমালোচনার শিকার হয়েছেন তিনি।

একটি জনপ্রিয় গর্ভনিরোধক পিল প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের মুখ নুসরত জাহান। সোশ‍্যাল মিডিয়াতেও প্রচার করে থাকেন তিনি। কিন্তু এই নিয়ে আগে তেমন কোনো কটাক্ষ উড়ে আসেনি নেটজগতের তরফে। যেদিন নিখিলের সঙ্গে বিয়েটাকে ‘সহবাস’ বলে ব‍্যাখ‍্যা করলেন নুসরত তার পর থেকেই চরম ট্রোলের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী।


নিজে সন্তানসম্ভবা হওয়ার পরেও বিজ্ঞাপন কিন্তু বন্ধ করেননি নুসরত। আর তার জেরেই ফের একদফা ট্রোলের মুখে পড়লেন তিনি। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ওই সংস্থার একটি বিজ্ঞাপন শেয়ার করেছিলেন নুসরত। সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে উড়ে আসতে থাকে একের পর এক ট্রোল।
একজন লেখেন, ‘সুবিধা নিয়েও অসুবিধা হয়ে গেল’। আবার আরেকজনের বক্তব‍্য নুসরত এটা নিলে তাঁকে আর আজকের দিন দেখতে হত না।

https://www.instagram.com/p/CQAhpnulpUp/?utm_medium=copy_link

 

অভিনেত্রীকে ‘ভণ্ড’ বলেও কটাক্ষ করেছেন অনেকে। তাঁদের মতে, অত টাকা উড়িয়ে বিয়ে করে নিখিল জৈনকে ফাঁসিয়ে এখন অন‍্য কারোর সন্তানের মা হতে চলেছেন নুসরত। এমনকি নুসরতের ভাবী সন্তানকে যশের সন্তান বলে ভেবে নিয়ে তার নামকরণও করে ফেলেছেন নেটজনতা। নুসরতের ভাবী সন্তানের নাম তারা দিয়েছেন ‘বিজেমূল’।


অতি সম্প্রতি ভাইরাল হয়েছে নুসরতের ছবি যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর বেবি বাম্প। সাদা স্লিভলেস লং পোশাকে ক‍্যামেরাবন্দি হয়েছেন নুসরত। মুখে প্রেগনেন্সি গ্লো। দুপাশে তাঁর ইন্ডাস্ট্রির প্রিয় বান্ধবী শ্রাবন্তী চ‍্যাটার্জি ও তনুশ্রী চক্রবর্তী। নিজের বালিগঞ্জ প্লেসের বাড়িতে দুই বান্ধবীর সঙ্গে আড্ডায় মেতেছেন নুসরত।

এর আগেও শ্রাবন্তী, তনুশ্রী ও যশ দাশগুপ্তের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল নুসরতকে। এক জনপ্রিয় প্রসাধন প্রস্তুতকারী সংস্থার মালিক রাজকুমার গুপ্তা যশ ও নুসরতের সঙ্গে পার্টি করার দুটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে তাঁর সঙ্গে আলাদা আলাদা ফ্রেমে বন্দি হয়েছিলেন যশ ও নুসরত। তবে তা যে একই পার্টির ছবি তা বেশ বোঝা গিয়েছে।

X