ঠিক কুকুরের মতোই লাগছে, চারপেয়ে বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করতেই কুৎসিত আক্রমণ নুসরতকে

বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহান (Nusrat Jahan) আর ট্রোল (Troll) এখন প্রায় সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। টলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি, রাজ‍্যের শাসক দলের সাংসদ। তবুও নেটপাড়ায় তেমন সম্মান নেই নুসরতের। বরং উঠতে বসতে ট্রোল হন তিনি। যে ছবিই শেয়ার করুন না কেন, সবেতেই একদল মুখিয়ে থাকেন তাঁকে তুলোধনা করার জন‍্য।

সম্প্রতি এক বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন নুসরত। অভিনেত্রী সাংসদের এই বন্ধু চার পেয়ে। পুঁচকে লোমশ বন্ধুকে কোলে তুলে আদর করার ফাঁকে ছবিও তুলে নিয়েছেন নুসরত। সারমেয়টিও অভিনেত্রীর মুখের দিকে তাকিয়ে পোজ দিয়েছে ক‍্যামেরার সামনে। সবার সঙ্গে এই নতুন বন্ধুর পরিচয় করিয়ে দিয়ে নুসরত জানিয়েছেন, এর নাম জোয়ি। অভিনেত্রীর প্রতিবেশী সে।

nusrat jahan 8
সাদা ক্রপ টপ আর প‍্যান্ট পরে এদিন দেখা মিলল নুসরতের। চোখে বড় ফ্রেমের সানগ্লাস। নতুন হেয়ারস্টাইল শো অফ করে তিনটি ছবি শেয়ার করেছেন নুসরত। কিন্তু ট্রোলের হাত থেকে রেহাই পাননি তিনি। একজন লিখেছেন, ‘কুকুরের মতোই লাগছে’। কারোর আবার কটাক্ষ, ‘যেমন চশমা তেমন ঠোঁট, দুটোই বড়’। আরেকজন পরামর্শ দিয়েছেন, কুকুরের যত্ন না করে বরং নিজের ছেলেকে দেখুন।

https://www.instagram.com/p/Cf82xBtPWxg/?igshid=YmMyMTA2M2Y=

কিন্তু নুসরত হাল ছাড়ার পাত্রী নন। সোশ‍্যাল মিডিয়ায় আগেও তিনি যেমন সক্রিয় থাকতেন, মা হওয়ার পরেও কোনো পরিবর্তন হয়নি। ছেলেকে সামলে শুটিং করে আবার সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে ঘুরেও বেড়াচ্ছেন তিনি।

Nusrat 1NusuNusrat 1 1
সুযোগ পেলেই এদিক ওদিক ঘুরতে চলে যান যশ নুসরত। তাঁদের ‘ট্রাভেল গোলস’ দেখে অনুপ্রাণিত হন আমজনতাও। বেশ কিছুদিন আগে ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলেন দুজনে। সেখানেই এক আজব কিসিমের কফির স্বাদ নিয়েছেন ‘যশরত’। ইন্দোনেশিয়ার জনপ্রিয় ‘লুওয়াক কফি’ (Luwak Coffee) খেয়েছেন তাঁরা। সেই কফি বানানোর ভিডিও শেয়ার করেছেন নুসরত যশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর