‘চুরি’র অভিযোগ নুসরতের বিরুদ্ধে, তুমুল সমালোচনার মুখে তৃণমূল সাংসদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘চুরি’র অভিযোগ উঠল নুসরত জাহানের (nusrat jahan) বিরুদ্ধে। এক শিল্পীর ছবি বিনা অনুমতিতে, নাম উল্লেখ না করেই নিজের পোস্টে ব‍্যবহার করার জন‍্য রীতিমতো নিন্দার সম্মুখীন হতে হয়েছে সাংসদ অভিনেত্রীকে । সোশ‍্যাল মিডিয়ায় ফের ট্রোলের মুখে পড়েছেন তিনি।

 

গতকাল ছিল ২৫শে বৈশাখ। লকডাউন চলায় এই বছরে আড়ম্বরের সঙ্গে পালন করা সম্ভব হয়নি কবিগুরুর জন্মদিন। তাই বাড়িতে বসে অনলাইনেই কবিপ্রণাম সেরেছেন রবীন্দ্রানুরাগীরা। ব‍্যতিক্রম নন নুসরতও। এদিন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। রবীন্দ্রনাথের একটি হাতে আঁকা ছবির সঙ্গে নিজের ছবি জুড়ে রবীন্দ্রজয়ন্তীর শুভেচ্ছা জানান তিনি।

https://www.instagram.com/p/B_6tr16HMYO/?igshid=47ystprvoomq

এরপরেই গোল বাধে। নুসরতের ছবিতে একের পর এক কমেন্ট পড়তে থাকে। শিল্পীর নাম উল্লেখ না করার জন‍্য নেটিজেনরা তোপ দাগেন সাংসদের বিরুদ্ধে। আসলে এই ছবিটির শিল্পী ইন্দ্রজিৎ মণ্ডল। পেন ও পেন্সিলে কবিগুরুর এই স্কেচটি করেছেন তিনি। কিন্তু তাঁকে স্বীকৃতি না দিয়েই বেমালুম ছবিটি পোস্ট করে দেন নুসরত।
এর জন‍্যই নেটজনতার ক্ষোভের মুখে পড়তে হয়েছে নুসরতকে। একজন প্রশ্ন করেছেন, এডিট করে শিল্পীর নাম ঢেকে দিয়েছেন কেন। আরেকজন মন্তব‍্য করেছেন, যে শিল্পীর আঁকা ও লেখা ব‍্যবহার করেছেন তাঁর নামটা দিলে ভাল করতেন।
এই প্রসঙ্গে নুসরত বলেন, তিনি ছবিটা ইন্টারনেট থেকে পেয়েছিলেন। সেখানে শিল্পীর নাম উল্লেখ করা ছিল না। কিন্তু নিজে একজন শিল্পী হয়ে অপর একজন শিল্পীকে অসম্মান করার কোনও উদ্দেশ‍্য তাঁর ছিল না।

সম্পর্কিত খবর

X