fbpx
টাইমলাইনপশ্চিমবঙ্গ

চেতলা বাজার গেলেন সাংসদ অভিনেত্রী নুসরাত, বোঝালেন সোশ্যাল ডিস্টেন্স

শনিবার সকালে বাজারে এসে তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। পাশাপাশি তাঁকে নিজের বাড়ির জন্য  জিনিস কিনতেও দেখা যায়। আর এর আগেও তাকে করোনা নিয়ে সচেতন করার ভিডিও প্রকাশ্য এসেছে একাধিকবার।

আর বাজারে এসে আজ তিনি বোঝান কিভাবে সতর্ক থাকতে হবে এই অবস্থায়। তিনি এও বলেন যে কিভাবে ঘরে থেকে মনে ভালো রাখার যায়।
পরিস্থিতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই অবস্থায় তিনি বেশ কয়েকদিন নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

গতকাল তিনি কলকাতা শহরের বিভিন্ন দোকানে গিয়ে বোঝান কিভাবে দূরত্ব বজায় রেখে কেনা কাটা করতে হবে। আর পাশাপাশি তিনি দাগ কেটে সম্পূর্ণ ব্যাপার বোঝান।

আর আর্থিক সাহায্যের কোথাও তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। আর এসবের মধ্যে তিনি জানানযে অযথা করোনা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। আর আজ সাধারণ মানুষের পাশে পাওয়া গেলো নুসরাতকে।

Back to top button
Close
Close