শীতের আমেজে উষ্ণতা ভরা আবেদন নুসরতের, মোহময়ী ভঙ্গিতে নেটপাড়ায় ঝড় তুললেন সাংসদ, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন নতুন চমক দিয়েই চলেছেন তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। ফিল্মি কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার সব সামলে সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদেরও মন জয় করে চলেছেন অভিনেত্রী সাংসদ। নতুন নতুন ফটোশুট (photoshoot), ভিডিওতে নজর কাড়ছেন তিনি।

সম্প্রতি এমনি একটি ভিডিও নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন নুসরত। ক‍্যাজুয়াল পোশাকেই নেটদুনিয়া মাত করেছেন তিনি। ইংরেজি গানের সঙ্গে আবেদনময়ী ভঙ্গিতে পুরুষ অনুরাগীদের হৃদয়ে তীর মেরেছেন অভিনেত্রী। তুমুল ভাইরাল হয়ে গিয়েছে অভিনেত্রী সাংসদের এই ভিডিও।

72301232 156324315736443 458063116501491045 n

সম্প্রতি নতুন ফটোশুট থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। বারবারা অ্যানিস ও জন গ্রের লেখা ‘ওয়ার্ক উইথ মি’ নামে একটি বই হাতে নিয়ে পোজ দিয়েছেন তিনি। কখনো বইয়ের পাতায় মুখ ডুবিয়ে আবার কখনো বই হাতে নিয়েই হাসিমুখে ক‍্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CJECkg3Hbgq/?igshid=wd5mdkk6zql

ছবির ক‍্যাপশনে নুসরত লিখেছেন, সুন্দরীও যেমন তেমনি দরকার পড়লে ঘুঁষি মারতেও জানি। বোনুর এই পোস্টেই টুক করে মিমির কমেন্ট, ‘কি পড়লি শুনি?’ সঙ্গে দুষ্টুমি ভরা একটি স্মাইলি। দুই বন্ধুর এই খুনসুটি জমিয়ে উপভোগ করেছেন নেটিজেনরা।

https://www.instagram.com/tv/CI-CrpVH6Bd/?igshid=ldv21b0nkmyq

আবার কড়া ডায়েট ফাঁকি দিয়ে চকোলেটেও মজতে দেখা গিয়েছে নুসরত। তবে অবশ‍্য এই নিয়ে সাফাইও দিয়েছেন নুসরত। তাঁর সাফ কথা, চকোলেট কোকো থেকে তৈরি হয় যেটা একটা গাছের ফল। অর্থাৎ চকোলেট হল স‍্যালাড। তাই তিনি চকেলেট খেয়ে কোনো ভুল করছেন না।

https://www.instagram.com/p/CI2wzOVnmGC/?igshid=13sndjzxsfgm2

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের কাজে লন্ডন গিয়েছিলেন নুসরত জাহান। সম্প্রতি শেষ হয়েছে সেই ছবির ডাবিংয়ের কাজ। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার হতে চলেছে এই ছবি। লেখিকা দেবারতি মুখোপাধ‍্যায়ের ‘নরক সংকেত’ উপন‍্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর