বাংলাহান্ট ডেস্ক: হল না নুসরত জাহান (nusrat jahan) ও নিখিল জৈনের (nikhil jain) বিবাহ বিচ্ছেদ। ফের পিছিয়ে গেল মামলার শুনানির তারিখ। ২০ জুলাই, মঙ্গলবার ছিল নুসরত নিখিলের বিবাহ বিচ্ছেদ মামলার দ্বিতীয় শুনানির তারিখ। কিন্তু নির্দিষ্ট দিনেও হল না শুনানি। এবার শুনানির আগামী তারিখ দেওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই দু পক্ষেরই।
এদিন আদালতের নির্দেশ অনুযায়ী হওয়ার কথা ছিল শুনানি। কিন্তু না উপস্থিত ছিলেন বিচারক আর না গঠন হয়েছিল বেঞ্চ। ফলে খালি হতেই ফিরতে হয়েছে দু পক্ষকে। যদিও নিখিল বা নুসরত কেউই সশরীরে উপস্থিত ছিলেন না এদিন। পুজোর আগে আগে ব্যবসার কাজে চূড়ান্ত ব্যস্ত নিখিল। দম ফেলার ফুরসত নেই তাঁর। বারাণসী থেকেই সংবাদ মাধ্যমকে তিনি জনিয়েছিলেন তাঁর হয়ে মঙ্গলবার তাঁর প্রতিনিধি উপস্থিত থাকবেন আদালতে।
নিখিল এও বলেন, যদি আদালত নির্দেশ দেয় তবে দু পক্ষই হাজিরা দিতে বাধ্য। কিন্তু নুসরত এখন সন্তানসম্ভবা। নিখিলের দাবি অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। এমন অবস্থায় আদালতে হাজিরা দেওয়া কি সম্ভব হবে তাঁর পক্ষে? এই প্রশ্নের কোনো উত্তর অবশ্য ছিল না নিখিল জৈনের কাছে।
প্রসঙ্গত, এর আগেই নিখিল জানিয়েছিলেন, তিনি যেদিন প্রথম জানতে পারেন নুসরত আর তাঁর সঙ্গে থাকতে চান না। সেদিনই দেওয়ানি মামলা দায়ের করেছিলেন নিখিল। তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। তাই অ্যানালমেন্ট করেই আলাদা হবেন তাঁরা। নিখিলের পক্ষে দাঁড়িয়ে অনেকেই নুসরতের বিরূদ্ধে সুর চড়ালে পালটা এক বিষ্ফোরক বিবৃতি দিয়ে বসেন অভিনেত্রী।
নুসরত বলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি, বিয়ে নয়। তাই বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’ তুরস্কে গিয়ে রাজকীয় ব্যবস্থাপনায় ‘ড্রিম ওয়েডিং’ করেছিলেন নুসরত নিখিল। কিন্তু দু বছর পর নুসরত দাবি করেন সেই বিয়ে নাকি মিথ্যে। যে পদ্ধতিতে তাঁরা বিয়ে করেছিলেন তা সেই দেশে অবৈধ তো বটেই, উপরন্তু ভারতীয় আইনে হিন্দু মুসলিম বিয়ের যে বিশেষ আইন রয়েছে তাও মানা হয়নি তাঁদের বিয়েতে। ফলে যে বিয়েটাই হয়নি তার আবার কিসের বিচ্ছেদ?