সফট টয় নিয়ে খেলায় মাতলেন নুসরত, ভিডিও দেখে নেটিজেনদের বক্তব‍্য, ‘এসব করে তৃণমূলের কি লাভ হচ্ছে?’

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন নতুন চমক দিয়েই চলেছেন তৃণমূল (tmc) সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। ফিল্মি কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার সব সামলে সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদেরও মন জয় করে চলেছেন অভিনেত্রী সাংসদ। নতুন নতুন ফটোশুট (photoshoot), ভিডিওতে নজর কাড়ছেন তিনি।

সম্প্রতি এমনি একটি ভিডিও নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন নুসরত। কিছুদিন আগেই সফট টয়েসের মাঝে বসে ফটোশুট করতে দেখা গিয়েছিল নুসরতকে। এবার প্রকাশ‍্যে এল সেই ফটোশুটেরই নেপথ‍্যের ভিডিও।

nusrat
টেডি বিয়ার, ডোরেমনের সফট টয় নিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে নুসরতকে। ফের যেন ছোট্ট বেলায় ফিরে গিয়েছেন তিনি। টেডির সঙ্গে নিজের মনেই খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে তাঁকে। একটি উক্তি ক‍্যাপশনে লিখে তিনি বলেছেন, ‘আমরা শুধু বুদ্ধি ও জ্ঞানেই সমৃদ্ধ হই কিন্তু মনের ভেতরের খেলাঘর কখনো ভুলি না।’

কিন্তু এই পোস্টেও তুমুল ট্রোলের শিকার হয়েছেন নুসরত। সফট টয়ের সঙ্গে খেলা করে তাঁর পার্টির কি কোনো লাভ হচ্ছে? উড়ে এসেছে এমন প্রশ্ন। এমনকি ‘প্রতিবন্ধী’ বলেও কুৎসিত ব‍্যঙ্গ করা হয়েছে নুসরতকে। তবে প্রশংসাও বেশ কুড়িয়েছেন সাংসদ অভিনেত্রী। অনেকেই বলেছেন, খুবই মিষ্টি লাগছে নুসরতকে।

https://www.instagram.com/p/CJSngjRHSwU/?igshid=bfgq1c4b5892

এর আগেও বুদ্ধের ছবি এঁকে ট্রোলের শিকার হন নুসরত। আবার কোন শিল্পীর ছবির উপর নিজে তুলি চালাচ্ছেন সাংসদ? উড়ে আসে এমন প্রশ্ন। আবার একজন কটাক্ষ করে লেখেন, ছবি কেনার লোক আছে তো? তবে প্রশংসাও কম পাননি অভিনেত্রী। অনেকেই তারিফ করেন নুসরতের এই প্রতিভার।

https://www.instagram.com/p/CJK7YjWHvqX/?igshid=s0t2bhzltvyj

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের কাজে লন্ডন গিয়েছিলেন নুসরত জাহান। সম্প্রতি শেষ হয়েছে সেই ছবির ডাবিংয়ের কাজ। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার হতে চলেছে এই ছবি। লেখিকা দেবারতি মুখোপাধ‍্যায়ের ‘নরক সংকেত’ উপন‍্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। এছাড়াও ব্রাত‍্য বসুর ডিকশনারিতেও দেখা যাবে নুসরতকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর