আমেরিকা খারাপ অবস্থা দেখে রাগ প্রকাশ করলেন ওবামা, ট্রাম্পকে শোনালেন কথা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ওবামা (Barack Obama) বনাম ট্রাম্প (Donald Trump)। প্রাক্তন বনাম বর্তমানের এই দেশ মধ্যস্থ অন্তর্দবন্ধ শুরু হয়ে গিয়েছে আমেরিকায়। করোনা ভাইরাসের বিষয়কে কেন্দ্র করে এবার মার্কিন সাম্রাজ্য দুভাগে বিভক্ত হতে শুরু করে দিয়েছে। ট্রাম্প এই বিশৃঙ্খল বিপর্যয়ের জন্য দায়ী, তীব্র প্রতিক্রিয়া ওবামার।

আমেরিকায় করোনা ভাইরাসের প্রভাব
চীনের করোনা ভাইরাসের (COVID-19) জন্য বিশ্বের পরিস্থিতি আজ ভয়াবহ। প্রবল ক্ষতির সম্মুখীন আজ আমেরিকা। ১৩ লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এবং ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৭৮ হাজারেরও বেশি মানুষ। করোনা ভাইরাস ভয়াবহ ধ্বংসলীলা চালাচ্ছে আমেরিকায় (United States)।

ট্রাম্পের কাছে নাগরিকদের জীবন অপেক্ষা নির্বাচন জরুরী
আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর আসন্ন নির্বাচনের জন্য করোনা বিধি নিষেধের তোয়াক্কা না করেই, সভা করতে চাইছেন। মানুষের জীবনের তোয়াক্কা না করে, তাঁর কাছে এখন নির্বাচন বেশি দামী হয়ে পড়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে ওবামা 
মার্কিন রাষ্ট্রপতির এহেন আচরণের প্রতিবাদে এবার মুখ খুললেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। করোনা মোকাবিলায় ট্রাম্প সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই বিশৃঙ্খল বিপর্যয়ের জান্য দায়ী ট্রাম্প নিজেই। এমনকি জো বিডেনকে নতুন রাষ্ট্রপতি রূপেও নির্বাচনের পক্ষেও সওয়াল করেন তিনি।

একটি বেসরকারী প্রতিষ্ঠানের ৩০ মিনিটের বৈঠকে জনগণেক ওবামা জানান, ‘আসন্ন নির্বাচনের প্রতিটি স্তর এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা বর্তমানে কেবল একজন ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে এই লড়াই জারী রাখছি না।আমরা দীর্ঘস্থায়ী স্বার্থপর প্রবণতার বিরুদ্ধে লড়ে যাচ্ছি”।

ট্রাম্পকে সরানোর পক্ষে ওবামা প্রাক্তন ছাত্র সমিতির ৩০০০ জন রয়েছে
ওবামা পরবর্তী নির্বাচনে ট্রাম্পের বদলে আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে জো বিডেনকে নির্বাচনের কথা বলেছেন। ওবমার এই পক্ষে সহমত পোষণ করছেন ওবামা প্রাক্তন ছাত্র সমিতির ৩০০০ জন ব্যক্তি।

X