ঐতিহাসিক সিদ্ধান্ত নিলো মোদি সরকার, এবার থেকে সংরক্ষণ পাবে আর্থিক ভাবে পিছিয়ে যুবক যুবতীরা

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ এবার থেকে ডাক্তারি শিক্ষার (medical education) ক্ষেত্রেও এক বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের সংরক্ষণের সুযোগ করে দিল সরকার। এর ফলে দেশের প্রায় সাড়ে পাঁচ হাজার মেডিক্যাল পড়ুয়ারা উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। এই নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, কেন্দ্র সরকার OBC এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া দুই শ্রেণির পড়ুয়াদেরই তাঁদের প্রাপ্য সংরক্ষণের অধিকার দেবে।

কেন্দ্র সরকার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে ডাক্তারি পড়ার ক্ষেত্রে ভর্তির জন্য OBC-দের জন্য সংরক্ষণ থাকবে ২৭ শতাংশ। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য থাকবে ১০ শতাংশ আসন সংরক্ষণ। ২০২১-২২ অর্থবর্ষ থেকেই এই নতুন নিয়ম চালু হয়ে যাবে বলেও জানা গিয়েছে। এমবিবিএস (MBBS) ও বিডিএস (BDS) উভয় কোর্সের এই নিয়ম প্রযোজ্য বলে জনা গিয়েছে।

আরও বলা হয়েছে, এই নতুন নিয়মের ফলে ডাক্তারি পড়ার ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর দুই ক্ষেত্রেই এই সংরক্ষণ পদ্ধতি কার্যকর হওয়ার ফলে, MBBS স্তরে ১৫০০ এবং স্নাতকোত্তর স্তরে প্রায় ২৫০০ জন OBC মেডিক্যাল পড়ুয়ারা উপকৃত হবেন। পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েট স্তরে ১ হাজার পড়ুয়া এবং MBBS স্তরে ৫০০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা নিজের স্বপ্ন পূরণের দিশা পাবেন।

তবে ভাবী দিনের চিকিৎসক হওয়ার ক্ষেত্রেও এই সংরক্ষণের ভিত্তিতে ভর্তির বিষয়টা অনেকেই ভালো ভাবে নেয়নি। এই ক্ষেত্রে মেধার সঙ্গে আপোস করাটা ঠিক হচ্ছে না বলে, অনেকেই মনে করছেন। তবে এই ঐতিহাসিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানিয়েছেন, ‘চলতি শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতকোত্তর দুই ক্ষেত্রেই ডাক্তারি পড়ার বিষয়ে ২৭ শতাংশ OBC-দের জন্য এবং ১০ শতাংশ আসন আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য সংরক্ষণ করেছে আমাদের সরকার। এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’।

সম্পর্কিত খবর

X