বাংলাহান্ট ডেস্কঃ বিগত এক বছরেরও বেশি সময় ধরে চলে আসছে করোনা ভাইরাস (covid-19)। মাঝে কিছুটা শান্ত হয়ে গেলেও, আবারও করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশ জুড়েই। চারিদিকে আবারও ফিরছে গত বছরের বিভীষিকাময় পরিস্থিতি, হাহাকারের চিত্র। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব নিত্যদিনের একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে।
এই মহামারি করোনা ভাইরাসে বিষয়ে এখনও মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। যেমন- করোনা আক্রান্ত রোগীর সেরে উঠতে ঠিক কত সময় লাগবে? বা কোন ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর কতদিনে তাঁর অবস্থার অবন্নতি হয়?
এবিষয়ে মেরিল্যান্ড ইউনিভার্সিটির ডাঃ ফাহিম ইউনুস জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের মদহ্যে ৮০ শতাংশ রোগী সাধারণত ১৫ দিনের মধ্যেই সেরে ওঠেন। তবে ১০ শতাংশ এমন কেসও দেখা যায়, যেখানে দ্বিতীয় সপ্তাহ থেকে রোগীর অবস্থার অবন্নতি হতে শুরু করে। তবে যদি প্রথম দুই সপ্তাহে রোগী অসুস্থ না হন, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আবার, অনেকের ক্ষেত্রে অবস্থার দ্রুত অবন্নতি এবং ধীরে ধীরে উন্নতি হতে দেখা যায়।
When Will a COVID Patient Improve or Worsen?
Most patients improve within 14 days. But ~10% worsen in the 2nd wk
If you’re not getting worse in the first 2-weeks, you’re getting better. >80% are in this category
Worsening is fast. Recovery is slow pic.twitter.com/FtOtoJOd6M
— Faheem Younus, MD (@FaheemYounus) April 18, 2021
তিনি জানান, এই রোগের বিষয়ে যত কম চিন্তা ভাবনা করা যায়, ততই ভালো। বেশি চিন্তা করলে, মানুষ অনেক বেশি অসুস্থ আর আতঙ্কিত হতে পড়েন। এই রোগ বাতাসের মধ্যমে ছড়িয়ে পড়ছে কিনা, এসব একদমই চিন্তা করবেন না। এইসমস্ত বিষয়ে বিশেষজ্ঞরা পরীক্ষা নিরিক্ষা করছেন।
নিজেদের শরীরের দিকে খেয়াল রাখার পরামর্শ দেন ডাঃ ফাহিম ইউনুস। ভিড়- জনবহুল এলাকায় জমায়েত করবেন না, N95/KN95 মাস্ক ব্যবহার করুন, ভ্যাকসিন নিন। করোনার বিধি নিষেধ মেনে চলুন এবং সতর্কতা অবলম্বন করুন।
কাপড়ে মাস্ক ব্যবহারে না করেছেন ডাঃ ফাহিম ইউনুস। তিনি বলেছেন, N95/KN95 মাস্ক ব্যবহার করুন। প্রতিদিন একটি করে নতুন মাস্ক ব্যবহার করুন এবং ব্যবহৃত মাস্ক কাগজের ব্যাগে ফেলে দিন। তবে বাতাসের মাধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার অর্থ এটা নয় যে, বায়ুও দূষিত হয়ে গেছে।