ফাল্গুন মাসে পালন করুন এইসকল বিশেষ নিয়ম, ভগবানের কৃপাদৃষ্টি থাকবে আপনার পরিবারে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার ১২ টি মাসের মধ্যে ফাল্গুন মাস (falgun month) অন্যতম একটি মাস। এই মাসকে বিষ্ণু ও শিব ভক্তদের অনুকূল বলেও মনে করা হয়। এই মাসে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চললেই ভগবানের কৃপাদৃষ্টি পড়বে আপনার পরিবারের উপর। জেনে নিন সেই উপায়-

এই মাসের প্রতি সোমবার সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল ঢেলে নিখুঁত বেলপাতা এবং বাতাসা দিয়ে মহাদেবকে স্মরণ করুন।

মহাদেবকে স্মরণ করার সময় শুদ্ধ চিত্তে স্মরণ করুন। তবে অবশ্যই প্রদীপ জ্বালাবেন।

এই গোটা মাস জুড়ে বাড়ির কোন অংশ নোংরা হতে দেবেন না। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

পারলে সকালে ঘুম থেকে উঠে কেউ বেরোনোর আগে সদর দরজা জল দিয়ে ধুয়ে দিন।

ফাল্গুন মাসের প্রতিদিন সন্ধ্যাবেলায় পূর্ব পুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালান।

এই মাসে কোন ব্যক্তি আপনার থেকে সাহায্য চাইলে, তাঁকে দুহাত খুলে সাহায্য করুন। অর্থ সাহায্য শুধু নয়, অন্য সাহায্য চাইলেও, পাশে থাকুন।

X