বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টিভেজা দিনে বাড়িতে মন বাড়িতে টেকে না কিছুতেই। অন্যদিকে অফিস থেকে ছুটিও পাচ্ছেন না। যার কারণবশত মুড একদম চটকে রয়েছে। আবার অনেকেই এই আবহে ঘুরতে যাচ্ছে পাহাড়ে। আপনি ভাবছেন একদিনে ছুটি ম্যানেজ করে কোথায় যাবেন। আর এই একদিনের ছুটির কথা মনে পড়লেই মাথায় আসে- তাজপুর, মন্দারমণি কিংবা বকখালির কথা। তবে সেই একঘেয়ে সমুদ্র সৈকত আর নয়। এবার বরং ঘুরে আসুন ওড়িশার (Odisha) বালেশ্বরের পরিখী থেকে ঘুরে।
হাতে দু’দিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন ওড়িশার পরিখী থেকে (Odisha)
বর্ষার মরশুমে আগাম পরিকল্পনা ছাড়া ট্রেনের টিকিট পাওয়া মুসকিল। তাছাড়া ভিড় এড়িয়ে দু’দিনের জন্য কোথায় ঘুরতে যাবেন তা ভেবে অবস্থা খারাপ আপনার। তাহলে প্রকৃতির কোলে দুদন্ড শান্তি পেতে যেতে পারেন পরিখীতে। ওড়িশার বুড়িবালাম নদীর বেশ কাছে অবস্থিত এই সৈকত।
কিভাবে যাবেন?
শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেনে করে বালাসোর যাবেন। চাইলে আপনি গাড়িতে করেও বালেশ্বর বা বালাসোর পৌঁছতে পারলেই হল। সেখান থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরেই রয়েছে বেলাভূমি। এখানেই রয়েছে চোখজুড়ানো ঝাউবন কেউ কেটে ফেলেনি। এখানে গেলে সকালের নরম রোদ্দুরে সাগরতটে নির্ভয়ে ঘুরে বেড়ায় লাল কাঁকড়ার দল। পায়ে পায়ে সে স্থানে হাঁটলে চোখে পড়ে অজস্র ঝিনুক, ভেসে আসে শঙ্খ। পাশাপাশি এইখানে রয়েছে রয়েছে অদ্ভুত এক শান্তি। এখানে আপনি আপনার সঙ্গীর সঙ্গে গেলে সন্ধ্যে নামান সঙ্গে সঙ্গে সাগরের বুকে জ্বলে থাকা ট্রলারের আলো গুনতে গুনতে ঘুরে দেখতে পারেন পরিখী। পাশাপাশি, এখানে রয়েছে ঝাউঘেরা এক মনোরম জায়গা। আপনি এখানে ঘুরতে আসলে হেঁটে ঘোরা ছাড়া অন্যকোন পথ নেই। পাশাপাশি সকালের জলখাবার খেয়ে চারিপাশটা ঘুরে দেখতে পারেন। বা আপনি যদি চান এখান থেকে বুড়িবালাম ঘুরে আসতে পারবেন।
আরও পড়ুন: বর্ষাকালে জিভে জল আনবে ঢেঁড়স! অল্প উপকরণে বানিয়ে ফেলুন কুড়মুড়ে এই স্নাক্সটি, রইল রেসিপি
কোথায় থাকবেন?
পরিখী সৈকতের কাছে রয়েছে ক্যাম্প। থাকার ঘর এবং তাঁবু মিলবে সেখানেই থাকতে পারেন। তাঁবুতে থাকলে মাথাপিছু থাকা এবং খাওয়ার খরচ একদিনে ১৩০০ টাকা, ঘরে থাকলে ১৭০০টাকা। এছাড়া, দুপুরের খাবার, সন্ধ্যা, রাতের জলখাবার এবং প্রাতরাশ নিয়ে মাথাপিছু খরচ নেওয়া হয়। বুড়িবালামে নৌকাবিহার করতে চাইলে মাথাপিছু খরচ ৪০০ থেকে ৫০০ টাকা পড়বে। এখানে আপনি হোটেল পাবেন না। তাই আগের থেকে ক্যাম্প বুক করে আসবেন।