আরো এক বার ভারতের নাম উজ্জ্বল করলেন ওড়িশার এজকজন। ভুবনেশ্বরের কলেজ ছাত্র অশ্বত নারায়ণ ওয়ার্ল্ডস্কিল প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হয়ে জিতলেন সোনা। আর এই খবর লিখিত ইতিহাস হিসাবে পুরো জাতির জন্য সত্যই গর্বের মুহূর্ত। রাশিয়ার কাজান শহরে হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অশ্বত।অশ্বথ নারায়ণ বলেছিলেন “জল যেহেতু বিশ্বের সবচেয়ে সমালোচনামূলক সম্পদ, তাই এই পেশা এবং এটি পূরণকারীদের গুণগতমানের গুরুত্ব কোনওটির চেয়ে কম নয়,”তিনি প্রতিযোগিতায় জল প্রযুক্তিতে স্বর্ণপদক অর্জন করেছেন।”রাশিয়ার সাম্প্রতিক অনুষ্ঠিত এই অনুস্থানে তিনি সোনার পদক পান। ওয়ার্ল্ডস্কিলস কেজেডএন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা ওয়াটার টেকনোলজিতে স্বর্ণপদক জিতেছি এটি জলের সাথে আমাদের সম্পর্কের প্রমাণ , যে জল ব্যবস্থাপনার প্রতি আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এখন আমাদের কাছে সঠিক প্রতিভা্র প্রমান। ভারতের কাছে এই মুহুর্তে এটা দারুন সময়।
এর আগেও অনেক ভারতীয় সোনা জিতেছেন। আবার একজন নতুন করে তাও আবার ওড়িশার ছেলে এই পদক পাওয়ায় ভারতীয়দের মনে এখন আনন্দের রেশ। আশা করা হছহে এই ভাবেই ভারতীয়রা সমগ্র দুনিয়ার কাছে নিজেদের সম্মান বজায় রাখার জন্য লড়ে যাবেন। ভারত হ’ল এমন এক ভূমি যা অনেক উজ্জ্বল মস্তিষ্কের জন্ম দিয়েছে, যারা কেবল ভারতকেই নয়, সারা বিশ্ব জুড়েই মানব জাতিকে সম্মান দিয়েছে।