ফের মন জিতলেন নবীন পট্টনায়েক! ট্রফিজয়ী সুনীলের ভারতকে দিলেন বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বারংবার নিজের নানান রকম প্রশংসনীয় উদ্যোগের কারণে জনসাধারণের মন জিতেছেন নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। কিছুদিন আগেই করমন্ডল ট্রেন দুর্ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে তার ভূমিকা প্রশংসিত হয়েছিল। শুধুমাত্র পূর্ব ভারতেই নয়, নিজের মার্জিত ব্যবহার, পরিমিত বাচনভঙ্গি ও কঠিন সময়ে নেওয়া নানা প্রশংসনীয় সিদ্ধান্তের কারণে তিনি গোটা ভারতেই জনপ্রিয়। এবার ভারতীয় ফুটবল দলকে (Indian Football Team) বিশেষ উপহার প্রদান করে সকলের মন জেত লেন তিনি।

গতকাল সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দল ২-০ ফলে লেবাননকে হারিয়ে নিজেদের দ্বিতীয় ইন্টার কন্টিনেন্টাল কাপের শিরোপা জিতে নিয়েছে। নাওরেম মহেশ, নিখিল পূজারী, লালরিনজুয়ালা ছাঙতের অসাধারণ ফুটবল দক্ষতা মন জিতে নিয়েছে ভারতীয় ফুটবলপ্রেমীদের। এছাড়া ফাইনালে গোল করে এবং করিয়ে ম্যাচের নায়ক হয়েছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।

ভানুয়াতু, মঙ্গোলিয়াদের মত পিছিয়ে থাকা ফুটবল দেশগুলির বিরুদ্ধে এই প্রতিযোগিতা জয় যে ভারতের জন্য বিশাল বড় কোনও অর্জন, এমনটা বলা যাবে না। কিন্তু তা সত্ত্বেও ওড়িশার মাটিতে আয়োজিত এই টুর্নামেন্ট জয়ের পর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ভারতীয় দলকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলকে এক কোটি টাকার আর্থিক পুরস্কার দেবেন বলে অঙ্গীকার করেছেন।

ift icc

এই ফাইনালিটি শেষ হওয়ার পর নিজের বক্তব্যে তিনি বলেছেন, “এই মর্যাদাপূর্ণ ইন্টারকন্টিনেন্টাল কাপ টুর্নামেন্ট আয়োজন করা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কঠিন লড়াইয়ে জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। ওড়িশায় আরও অনেক ফুটবল ইভেন্ট আয়োজন করা এবং ওড়িশা ও ভারতে খেলাধুলার বিকাশকে সমর্থন করাই আমাদের লক্ষ্য।”

এই মাসের শেষের দিকেই সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান, নেপাল এবং কুয়েতের মুখোমুখি হবে ভারত। গ্রুপপর্বে ভারতীয় দলের ভালো পারফরম‍্যান্স নিয়ে আপাতত কারোর মনে কোনও সংশয় নেই। তবে নকআউটে ভারতকে মুখোমুখি হতে পারে বাংলাদেশ বা আজকের প্রতিপক্ষ লেবাননের। তখন নিজেদের সেরাটা দেওয়ার জন্য সুনীলরা যে প্রস্তুত থাকবেন তার প্রমাণ আজকের এই পারফরম্যান্স।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর