বাংলা হান্ট ডেস্ক : গত ম্যাচে মোহনবাগানকে (Mohun Bagan Super Giant) হারিয়ে এক পা এগিয়ে গেছে ওড়িশা এফসি (Odisha FC)। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ওড়িশা। তারপর থেকেই মোহনবাগানের ফাইনাল খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে খানিকটা অ্যাডভান্টেজ পেতে চলেছে ওড়িশা। যদিও মোহনবাগানও ছেড়ে কথা বলবেনা।
ম্যাচ যেহেতু যুবভারতীতে তাই সমর্থকদের পূর্ণ সমর্থন পাবে মোহনবাগান। অন্যদিকে এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও চাপে থাকবে ওড়িশা। কারণ, হাইভোল্টেজ একটা ম্যাচে সমর্থকদের উচ্ছ্বাস একটা বড় ফ্যাক্টর বটে বৈকি। সেই সাথে এই ম্যাচের কথা মাথায় রেখেই বেশকিছু বদলও আনতে পারে ওড়িশা এফসি।
শোনা যাচ্ছে, গত ম্যাচে লাল কার্ড দেখার জন্য মাঠে নামতে পারবেন না কার্লোস ডেলগাডো। স্প্যানিশ ডিফেন্ডারের অনুপস্থিতি বেশ সমস্যা তৈরি করবে ওড়িশা এফসিতে। সেক্ষেত্রে দায় বাড়বে মুর্তজার উপর। এছাড়াও জেরি লালরিনজুয়ালার দিকেও নজর রয়েছে সবার।
আরও পড়ুন : ৭ ম্যাচে ২৮৭ রান দেওয়ার পর বাদের খাতায় স্টার্ক? কলকাতায় জোড়া বদল, রইল সম্ভাব্য একাদশ
আপাতত লোবারের লক্ষ্য, যেভাবেই হোক বাগানের শক্তিশালী আপফ্রন্টকে রুখে দেওয়া। সেই সাথে যুবভারতীর হাজার হাজার সবুজ মেরুন ভক্তদের চুপ করানোটাও একটা বড় চ্যালেঞ্জ বটে। কথা হচ্ছে ভারতীয় ডিফেন্ডার নরেন্দর গেহলটকে নিয়েও। তাকেও মাঠে নামাতে পারে লোবার।
আরও পড়ুন : প্রতিবাদ করে জেল, এবার BJP-তে যোগ বিখ্যাত ইউটিউবার মনীশের! দাঁড়াবেন লোকসভায়?
যদিও দল এখনও চূড়ান্ত হয়নি। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে দল। তবে কানাঘুষা খবর, ফিজির ম্যাজিশিয়ান রয় কৃষ্ণা এবং ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মরিসিওর কথাও ভাবছেন কোচ। তবে ঠিক কোন কোন নাম চূড়ান্ত হল তা ম্যাচের সময়ই বোঝা যাবে।