শীতের ছুটিতে দারিংবাড়ি ট্রিপ? তালিকায় রাখুন আশেপাশের আরও দুটি দর্শনীয় স্থান

Published on:

Published on:

Odisha going on a winter trip to Daringbari there are two great places to visit nearby
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়লেই প্রত্যেকটি বাঙালি হোক কিংবা ভ্রমন প্রিয় মানুষরা কোথাও না কোথাও ঘুরতে যেতে চায়। কিন্তু ছুটির সমস্যা থাকায় দূরে কোথাও যাওয়া অনেক সময় হয়ে ওঠে না। এবার আপনিও যদি এই শীতের ছুটিতে সামনাসামনি কোথাও ঘুরতে যেতে চান তাহলে যেতে পারেন ওড়িশায় (Odisha)। কারণ এখানে গেলে পরে আপনি যেতে পারবেন দারিংবাড়ি। দারিংবাড়ি গেলেই হবে না সেখান থেকে অল্প কিছুটা দূরে রয়েছে আরও একটি অফ বিট ডেস্টিনেশন।

শীতে দারিংবাড়ি ট্রিপে যাচ্ছেন? কাছেই রয়েছে দু’টি দারুণ ঘোরার স্পট (Odisha)

এবারে শীতে আপনি যদি ওড়িশার (Odisha) দারিংবাড়ি ঘুরতে যান। তাহলে অবশ্যই যাবেন ফুলবনি। পর্যটক মহলে এর নাম খুব একটা নেই। আর এতেই রয়েছে কান্ধামাল জেলার সদর দপ্তর শহরে। এখানে আসলে পরে আপনি দেখতে পারবেন শলাঙ্কি নদী। দারিংবাড়ি থেকে এর দূরত্ব প্রায় ১০৪ কিলোমিটার। আপনি এখানে তিন দিনের জন্য প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

Odisha going on a winter trip to Daringbari there are two great places to visit nearby

আরও পড়ুন: অগ্রহায়ণের শুরুতেই হলুদ ধাতুর দরে স্বস্তি! আজ ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত জানুন…

এছাড়াও এখানে আসলে আপনি দেখতে পারবেন পুতুদি জলপ্রপাত। পাশাপাশি ফুলবাড়ী শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরেই রয়েছে এই ঝর্ণাটি। শলাঙ্কি নদীর এখানে জলপ্রপাতের আকার ধারণ করেছে। সবুজ জঙ্গল আর বড় বড় পাথরে ঘেরা এই অঞ্চলে মূল দেখার জায়গা হল এই জলপ্রপাত।

তবে এখানে আসার সবথেকে ভালো সময় শীতকাল। বর্ষাকালে এখানে যাওয়া যাবে না। বর্ষার শেষে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনি এখানে ঘুরে যেতে পারেন। তাছাড়া ফুলবনি থেকে ৭৮ কিলোমিটার দূরে রয়েছে মন্দাসারু। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই অঞ্চল। এই অঞ্চলটিকে ঘিরে রয়েছে সবুজ গাছগাছালি। ফুলমণি থেকে দারিংবাড়ি যাওয়ার পথেই পড়ে মান্দাসারু।

কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

ফুলবনি বা মান্দাসারুর নিকটবর্তী রেলস্টেশন ব্রহ্মপুর। সেখানে নেমে আপনি গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন দারিংবাড়ি। সেখান থেকে ঘুরতে পারেন এই জায়গাগুলি। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে ও হোটেল রয়েছে। তবে পরিবার নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসা ভালো (Odisha)।