বাংলাহান্ট ডেস্ক : দেবী সরস্বতীকে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করেছিলেন এক ব্যক্তি। এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই পোস্ট অবিলম্বে মোছার নির্দেশ দেওয়া হল ফেসবুককে। ওই ব্যক্তিকে খুঁজে বের করে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট।দিনকয়েক আগে স্কুলে সরস্বতী পুজো কর যাবে না এই মর্মে দেবী সরস্বতীকে অশ্লীল অশালীন কটুক্তি করে ফেসবুকে একটি পোস্ট করেন এক ব্যক্তি। মূহুর্তেই ভাইরাল হয়ে যায় যা। বিতর্কের ঝড় ওঠে চারিদিকে। দেবী সরস্বতীকে নিয়ে এহেন মন্তব্যে কার্যতই তীব্র নিন্দা শুরু হয় রাজ্যজুড়ে।
নতুন নিয়ম অনুয়ায়ী, কোনো পোস্ট সমাজ এবং ফেসবুকের নিয়ম এবং বিধিনিষেধ ভাঙলে সেটিকে নিজেরাই মুছে দেয় ফেসবুক সংস্থা। কিন্তু অভিযোগ এবারে ঘটেনি এমনটা। একাধিক রিপোর্ট জমা পড়লেও পোস্টটি ডিলিট করেনি ফেসবুক। এরপরই পুরো ব্যাপারটিকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন জনৈক মধুরিমা সেনগুপ্ত। সেখানে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। অবিলম্বে পোস্টটি মুছে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করেন। দেবী সরস্বতীর নামে এহেন অশ্লীলতা দেখে কার্যতই হতবাক হয়ে যান প্রধান বিচারপতি। দ্রুত পোস্টটি মুছে ব্যক্তিকে শনাক্ত করার নির্দেশ দেন তিনি। যদিও একই সঙ্গে নিজেদের দোষ ঢাকতেও তৎপর হয়ে ওঠে ফেসবুকও। ফেসবুকের তরফে আইনজীবী মুকুল রোহতগীর দাবি, এত কোটি কোটি পোস্টের মধ্যে থেকে একটি বিশেষ ভাষার একটি বিশেষ পোস্ট খুঁজে বের করা প্রায় কার্যত অসম্ভব। পোস্টটির কোনো লিংক কিংবা ইউআরএল পাওয়া গেলে তখনই পোস্টটি ডিলিট করতে পারবে ফেসবুক।
এরপরই মামলাকারী মধুরিমা সেনগুপ্তকে ওই পোস্টের লিংক দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ধরনের মন্তব্যকে কোনো ভাবেই সমর্থন করেন না তাঁরা। অন্যদিকে রাজ্যের কৌঁসলি অমিতেশ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, ‘নয় মোটেই বাঞ্ছনীয় নয়। অভিযুক্তকে ছেড়ে কথা বলবে না দেশের আইন।
প্রসঙ্গত, মাস কয়েক আগে দেবী দুর্গাকে নিয়ে একটি পোস্ট করেন আর এক যুবক। ভাইরাল হয় সেটিও। সেক্ষেত্রে অবশ্য রাজনৈতিক এবং সামাজিক চাপের মুখে পড়ে পোস্টটি তুলে নিয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন যুবক। তবে লিখিতভাবে ক্ষমা চাইতে হয়েছিল তাঁকে। সেই যুবকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি।