নির্বাচনের দায়িত্বে গাফিলতি দেখলে বদলি নয়, সাসপেন্ডও হতে পারেন অফিসাররাঃ নির্বাচন কমিশন

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার বাংলায় (west bengal) হাজির হল নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। প্রথমেই বৈঠক হয় মুখ্য নির্বাচনী আধিকারিক আজিজ আফতাবের সঙ্গে। তারপর বৃহস্পতিবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার বৈঠক হয় জ্ঞানবন্ত সিংয়ের।

বৈঠকেই আসন্ন পরিস্থিতির বিষয়ে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। পুলিশ প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, নির্বাচনের সময় যদি কোন কর্তব্যরত অফিসারের নামে দায়িত্বে গাফিলতি বা পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, তাহলে  তাঁকে শুধুমাত্র বদলি নয়, প্রয়োজনে সাসপেন্ডও করা হতে পারে। জমা পড়তে পারে চার্জশিট।

vote maharashtra1 1582021698

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিরোধিপক্ষ বহুবার শাসক দলের দিকে আঙ্গুল তুলেছে। এবার নির্বাচন কমিশনও সেই সুরে সুর মিলিয়ে হাওড়া এবং কোচবিহারে আইনশৃঙ্খলার অবন্নতির কথা বললেন। বাংলায় এবার নির্বাচনের সময় পরিস্থিতি শান্ত রাখতে নির্বাচন কমিশন উঠে পড়ে লেগেছে। নির্বাচনের সব দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকে, সেটাই এবার দেখাতে চাইছে নির্বাচন কমিশন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর