বাংলাহান্ট ডেস্ক: অঙ্কুশ ও ঐন্দ্রিলার প্রেমের কথা এখন আর কারওরই অজানা নয়। একসঙ্গে ঘুরতে যাচ্ছেন দুজনে, সময় কাটাচ্ছেন। তবে এখনকার পরিস্থিতি আলাদা। করোনার গ্রাসে চলে গিয়েছে গোটা বিশ্ব। চিন, ইতালি, ইরানের পর এবার আমেরিকা, স্পেনে কাতারে কাতারে মানুষ আক্রান্ত হচ্ছে এই ভয়ঙ্কর ভাইরাসে।
বাদ যায়নি ভারতও। মারন ভাইরাস থাবা বসিয়েছে এই দেশেও। প্রথমে পশ্চিমবঙ্গে আংশিক লকডাউনের ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব্যতিক্রম নন তারকারাও। এই লকডাউনের মধ্যেই পড়েছিল ঐন্দ্রিলার জন্মদিন।
বাইরে বেরোনোর উপায় নেই, তাই বাড়িতেই এই বিশেষ দিন পালন করলেন তিনি। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে বাড়িতে দুই পোষ্যের সঙ্গে নাচছেন অভিনেত্রী। তবে এছাড়াও আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওতে দেখা গিয়েছে ঐন্দ্রিলার হাতে শাখা পলা, সিঁথিতে সিঁদুর। এখন সব ছবি, ধারাবাহিকের শুটিংই বন্ধ রয়েছে, তাহলে তাঁর এই বেশের কারণ কি? প্রশ্ন উঠলেও তার কোনও জবাব দেননি ঐন্দ্রিলা।
Miss them a lot🐶 pic.twitter.com/NTE9tz50Le
— Oindrila Sen (@Love_Oindrila) March 28, 2020
কিছুদিন আগেই বাড়ি বসে বয়ফ্রেন্ড অঙ্কুশের সঙ্গে একটি মজার ভিডিও করেছিলেন অভিনেত্রী। সেখানে অঙ্কুশকে ‘খালপাড়ের শাহরুখ’ বলেও মন্তব্য করেন ঐন্দ্রিলা। তুমুল ভাইরাল হয়েছিল সেই ভিডিও।