করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে করা হল হাসপাতালে ভর্তি, চিন্তা প্রকাশ করলেন ট্রাম্প

বাংলাহান্ট ডেস্কঃ চীনের (china) উহান (uhana)  থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি এবং গার্ডিয়ান।

corona 7

গার্ডিয়ানে প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সারাদিন এমন গুজবের পর রবিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাউনিং স্ট্রিট বলছে শুধুমাত্র সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে প্রধানমন্ত্রী রবিবার রাতে হাসপাতালে পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন।  ‘প্রধানমন্ত্রীর করোনা ধরা পড়ার ১০ দিন পর করোনার প্রথাগত উপসর্গ থাকায় পূর্ব সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

corona 1 1

গত ২৭ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে করোনা ধরা পড়ে। এরপর ডাউনিং স্ট্রিটের একটি ফ্লাটে সেলফ আইসোলেশনে চলে যান তিনি। গত শুক্রবার বরিস জানান, তিনি ভালো অনুভব করছেন তবে শরীরে জ্বর আছে।

coronavirus west bengal first 0

এদিকে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজার ছুঁই ছুঁই করছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ৯৩৪ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৮০৬ জন। প্রায় দিন দশেক আগে করোনায় আক্রান্ত হন তিনি। ১০ দিন কেটে গেলেও এখনও তাঁর শরীরে উপসর্গ দেখা যাচ্ছে। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা নিতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ ১০ দিন কেটে গেলেও তাঁর শরীরে উপসর্গ দেখা যাচ্ছে।

italy coronavirus doctor 1

আপাতত হাসপাতালে রেখে তাঁকে পরীক্ষা নিরিক্ষা করা হবে। যদিও ব্রিটিশ সরকারের প্রধান হিসেবেই কাজ করবেন তিনি। তিনিই প্রথম কোনও দেশের প্রধানমন্ত্রী যিনি এই ভাইরাসে আক্রান্ত হন। এর আগে ব্রিটিশ রাজ পরিবারের যুবরাজ প্রিন্স চার্লসের শরীরে এই সংক্রমণ ধরা পড়ে। আপাতত তিনি সুস্থ হয়ে গিয়েছেন।

সম্পর্কিত খবর