ওঝার হাল হার মানায় রাজাজেও।

বাংলা হান্ট ডেস্ক: সমাজের সব স্তরে শিক্ষা র আলো পৌঁছয়নি এখনও। সেটা জানা থাকলেও ওঝার যাকজমোক দেখলে মাথা ঘুরে যায় এরকম খুব একটা কিন্তু দেখা যায়না।কিন্তু এরকমই বেথুয়াডহরি কাঁঠালবেড়িয়া গ্রামের ওঝা আলপনা বিবি ওরফে টুকটুকি বিবি।চার দিকে সাদা পর্দা টাঙানো। মাঝখানে উঁচু একটা বেদি। তার উপরে সোনালি রঙের কারুকাজ সিংহাসন যার পাশে টেবিলে কাঁসার থালায় নানা রকম উপকরণ। সঙ্গে রয়েছে ঝাড়ন, কুলো, তাকিয়ে।এই ঘরেই সিংহাসনে বসে ঝাড়ফুঁকের কাজ করতেন তিনি।

IMG 20190929 121740

এবার অভিযোগ তার বিরুদ্ধেই,জিন তাড়ানোর নাম করে এখানেই বছর দশেকের জান্নাবি শেখ ও তার দাদা জাহাঙ্গিরের শরীরে  গরম তেল আর ঘি ঢেলেছিলেন আলপনা। শরীরের অর্ধেক অংশ পুড়ে যায় তাদের। ফলে শুক্রবার নাকাশিপাড়ার দোগাছি পঞ্চায়েতের নাংলা গ্রামের জান্নাবি-র মৃত্যু হয়। মারাত্মক ভাবে জখম জাহাঙ্গির শক্তিনগর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই অভিযোগ ওঠার পরেই নাকাশিপাড়া থানার পুলিশ শুক্রবার রাতে ওই ওঝাকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে কৃষ্ণনগর কোর্টে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শনিবার টুকটুকি বিবির বাড়ি গিয়ে দেখা যায়, তাঁর বাবা-মা পালিয়ে গিয়েছেন। বাড়িতে রয়েছেন শুধুমাত্র তাঁর এক বোন রেশমা খাতুন। তিনি বলেন, ‘‘দিদি ঝাড়ফুঁকের কাজ করত আর সেই কাজে তেল, ঘি, লঙ্কা-র মতো অনেক জিনিস দরকার হত।’’ সূত্রে জানা যায় অন্য গ্রাম থেকে বছর চারেক আগে উঠে এসেছিলেন তারা। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় গ্রামের বাকি লোকেদের সাথে সম্পর্ক ভালো ছিলো না তার।

সম্পর্কিত খবর