মিস করবেন না এই সুযোগ! মাত্র ৪৯,৯৯৯ টাকায় বাড়িতে আনুন Ola-র স্কুটার এবং বাইক

Published on:

Published on:

Ola Electric brings great offers for customers.

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে Ola Electric তার গ্রাহকদের জন্য দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে। মঙ্গলবার, কোম্পানিটি তাদের নতুন “ওলা সেলিব্রেটস ইন্ডিয়া” ক্যাম্পেইন ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে বিশেষ মুহূর্ত মহোৎসব অফার। এই অফারের আওতায়, নির্বাচিত Ola স্কুটার এবং মোটরসাইকেলগুলি আগামী ৯ দিনের জন্য মাত্র ৪৯,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কেনা যাবে। এই অফারটি ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ Ola (Ola Electric)-র:

আগে এলে আগে মিলবে: কোম্পানি (Ola Electric) জানিয়েছে যে, প্রতিদিন সীমিত সংখ্যক ইউনিট পাওয়া যাবে। আগে এলে আগে মিলবে এই ভিত্তিতে সেগুলি বিক্রি করা হবে। এছাড়াও, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন বিশেষ শুভ টাইম স্লট ঘোষণা করা হবে। কোম্পানি স্পষ্ট করে জানিয়েছে যে, এটি কেবল একটি ছাড়ের অফার নয় বরং কোম্পানির লক্ষ্য প্রতিটি ভারতীয় পরিবারকে বিশ্বমানের EV সরবরাহ করা।

কী জানিয়েছে কোম্পানি: ইতিমধ্যেই ওলার (Ola Electric) একজন মুখপাত্র জানিয়েছেন যে, এই উদ্যোগটি ভারতীয় সংস্কৃতি এবং আধুনিকতার সমন্বয়ের মাধ্যমে একটি নতুন বার্তা বহন করে। এই ক্যাম্পেনটি কোম্পানির সাম্প্রতিক সংকল্প ইভেন্টের কিছুদিনের পরি শুরু হয়েছে। ওই ইভেন্টে সংস্থাটি ভারত সেল দিয়ে সজ্জিত ৪৬৮০ টি নতুন EV সামনে আনে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে নিশ্চিন্তে হবে সফর! ১২,০০০ স্পেশাল ট্রেন চালাবে রেল, কবে থেকে শুরু পরিষেবা?

উল্লেখ্য যে, S1 Pro+ (৫.২ kWh) এবং Roadster X+ (৯.১ kWh) মডেলগুলির এই নবরাত্রিতে ডেলিভারি শুরু হবে। এগুলি রেগুলার প্রাইস হল যথাক্রমে ১,৬৯,৯৯৯ টাকা এবং ১,৮৯,৯৯৯ টাকা। যদিও ফেস্টিভ প্রাইসে এগুলি মিলতে পারে ৯৯,৯৯৯ টাকায়। এদিকে, Ola S1 Pro Sport (Ola Electric) দিয়ে স্পোর্টস স্কুটার সেগমেন্টে প্রবেশ করেছে, যার দাম ১,৪৯,৯৯৯ টাকা। এটির ডেলিভারি ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে দাপট দেখাবে ভারতের প্রতিরক্ষা পণ্য! টাটার হাত ধরে এই দেশে শুরু ডিফেন্স মানুফ্যাকচারিং ইউনিট

গ্রাহকদের কাছে অন্যান্য বিকল্প রয়েছে: বর্তমানে, কোম্পানিটি (Ola Electric) তার S1 স্কুটার পোর্টফোলিও এবং রোডস্টার X মোটরসাইকেল লাইনআপের মাধ্যমে গ্রাহকদের আরও অপশন উপলব্ধ করছে। এগুলির দাম যথাক্রমে ৮১,৯৯৯ টাকা এবং ৯৯,৯৯৯ টাকা। যদিও, ফেস্টিভ অফারে এগুলি ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। কোম্পানির বিশ্বাস, উৎসবের মরশুমের এই অফারটি কেবল আরও বেশি গ্রাহককে EV-র প্রতি আকৃষ্ট করবে না বরং ইলেকট্রিক মোবিলিটির বৃহৎ পরিসরে গ্রহণকেও ত্বরান্বিত করবে।