আর নয় চিন-নির্ভরতা! দেশের প্রথম কোম্পানি হিসেবে সরকারের কাছ থেকে বিশেষ সার্টিফিকেট পেল Ola

Published on:

Published on:

Ola Electric has achieved a big success this time.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের প্রথম বৈদ্যুতিক টু-হুইলার কোম্পানি হিসেবে ওলা (Ola Electric) সম্পূর্ণরূপে ভারতে তৈরি ফেরাইট মোটরের জন্য সরকারি সার্টিফিকেশন পেয়েছে। উল্লেখ্য যে, ফেরাইট মোটর হল এমন একটি মোটর যা রেয়ার আর্থ ম্যাগনেট ছাড়াই তৈরি। এটি বৈদ্যুতিক যানবাহণে ব্যবহৃত হয়।

বড় কৃতিত্ব ওলার (Ola Electric):

বেঙ্গালুরুতে স্থিত কোম্পানিটি (Ola Electric) জানিয়েছে যে, এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই মোটরের ব্যবহারের ফলে অন্যান্য দেশ থেকে আমদানি করা ব্যয়বহুল রেয়ার আর্থ ধারণকারী চুম্বকের ওপর নির্ভরতা দূর হবে। ওলা ইলেকট্রিকের এই “ফেরাইট মোটর” সরকারি পরীক্ষামূলক সংস্থা গ্লোবাল অটোমোটিভ রিসার্চ সেন্টার (তামিলনাড়ু) দ্বারা সার্টিফায়েড হয়েছে। সার্টিফিকেশনের আগে, এই মোটরটি AIS 041 (সড়ক পরিবহণ মন্ত্রক কর্তৃক নির্ধারিত একটি কঠোর মান) অনুসারে বেশ কয়েকটি কঠোর কর্মক্ষমতা পরীক্ষা এবং পাওয়ার পরীক্ষার মধ্যে দিয়ে গেছে।

Ola Electric has achieved a big success this time.

ওলার গাড়িগুলিতে ফেরাইট মোটর থাকবে: কোম্পানিটি (Ola Electric) জানিয়েছে এই সার্টিফিকেশন পাওয়ার পর ওলা ইলেকট্রিক তাদের আসন্ন গাড়িগুলিতে এই ফেরাইট মোটর ব্যবহার শুরু করবে। যা সারা দেশের লক্ষ লক্ষ গ্রাহককে উপকৃত করবে। ওলা ইলেকট্রিকের মতে, এই ফেরাইট মোটর রেয়ার আর্থ মিনারেল দিয়ে তৈরি মোটরের মতোই শক্তিশালী, টেকসই এবং উপকারী। শুধু তাই নয়, এটি ব্যবহার করলে খরচ কমবে এবং সাপ্লাই চেনের সমস্যাও দূর হবে।

আরও পড়ুন: মাত্র ৫ বছরেই ১ লক্ষ টাকা হয়েছে ১.৮৪ কোটি! শেয়ার বাজারে রকেটের গতি এই কোম্পানির স্টকে

রেয়ার আর্থের ক্ষেত্রে চিনের আধিপত্য: জানিয়ে রাখি যে, রেয়ার আর্থ ম্যাগনেট তৈরি করা হয় পৃথিবীতে পাওয়া বিরল পদার্থ থেকে। মাটি থেকে এই উপকরণগুলি উত্তোলন এবং প্রক্রিয়াজাতকরণ খুবই কঠিন এবং ব্যয়বহুল। চিন এই ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। রেয়ার আর্থ ম্যাগনেটের ক্ষেত্রে চিনের গ্লোবাল মার্কেটের বৃহত্তম অংশ রয়েছে। যা বিশ্বের রেয়ার আর্থ সরবরাহের প্রায় ৯০ শতাংশ।

আরও পড়ুন: রেকর্ডের ছড়াছড়ি! বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য যে, কয়েক মাস আগে, চিন রেয়ার আর্থের রফতানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। যার পরে বিশ্বজুড়ে অটো কোম্পানিগুলির উৎপাদন প্রভাবিত হয়। যদিও, পরে এই বিধিনিষেধগুলি শিথিল করা হয়েছিল। তবে, চিনের এই পদক্ষেপ বিশ্ব এবং ভারতকে আত্মনির্ভর হতে বাধ্য করেছিল।