বহু পুরনো ছেঁড়া ফাটা জিন্স বিক্রি হল ৭২ লক্ষ টাকায়, কারণ জানেন ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। কিন্তু এমন কখনো শুনেছেন কি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক ছেঁড়াফাটা পুরনো জিন্সের দাম  কয়েক লক্ষ টাকা (Indian Rupees)! শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে।

বর্তমানে ডেনিম জিন্স খুবই বিখ্যাত। যারা নিয়মিত জিন্স প্যান্ট ব্যবহার করে থাকেন তাদের কাছে ডেনিম খুবই পরিচিত ও প্রসিদ্ধ একটি শব্দ। এমনই ডেনিম জিন্সের পুরাতত্ত্ববিদ হিসাবে পরিচয় দেওয়া এক ব্যক্তি সম্প্রতি একটি খনিতে ঢুকেছিলেন। বর্তমানে এই খনিটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বহু সময় আগেই এই খনিতে উত্তোলনের কাজ বন্ধ হয়ে গেছে। বহু বছর আগে থেকেই খনির মধ্যে থাকা কিছু জিনিস জঞ্জাল রূপে সেখানেই পড়ে রয়েছে।

এই জঞ্জাল ঘাঁটাঘাঁটি করতে ওই খনির মধ্যে ঢোকেন ব্যক্তিটি। সেখানে তিনি খুঁজে পান ১৮৮০ সালের লিভাই কোম্পানির একটি পুরনো জিন্স। মিশেল হ্যারিস নামক এই ব্যক্তি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসেন জিন্সটিকে। মনে করা হচ্ছে বহু বহু বছর আগে ওই খনিতে কাজ করার সময় কোন শ্রমিক জিন্সটিকে সেখানেই ফেলে রেখে যান।

১৪৩ বছর পুরনো এই জিন্স প্যান্টটি একটু পরিষ্কার করে নিলে এখনো ব্যবহার করা যাবে। পশ্চিম আমেরিকার একটি পরিত্যক্ত খনি থেকে উদ্ধার করা এই জিন্স প্যান্টটি সম্প্রতি তোলা হয় নিলামে। সেটিকে অ্যাজটেক শহরের কাছে একটি উৎসবের মধ্যে নিলাম করা হয়। বাকলব্যাক অ্যাডজাস্টার থাকা বিরল এই জিন্স এর দাম ওঠে ভারতীয় মুদ্রায় ৭২ লক্ষ টাকা! এই পরিমাণ দামেই বিক্রি হয় বিরল এই জিন্স প্যান্টটি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X