দেখভাল করে না বৌমা, হাইকোর্টে কাতর আবেদন পুত্রহারা বৃদ্ধার! মানবিক রায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি স্কুলের শিক্ষক পদে নিযুক্ত ছিলেন ব্যক্তি। পরবর্তীতে ২০১৪ সালে অকাল প্রয়াণ ঘটে তার। এর ঠিক তিন বছরের মাথায় সেই চাকরি পান মৃতের স্ত্রী। অভিযোগ, চাকরি পাওয়ার পর মৃত স্বামীর পরিবারকে দেখাতে দূরের কথা, বরং দ্বিতীয় বিয়ে করে সে। অপরদিকে বৌমা দেখাশোনা না করায় এক প্রকার না খেয়ে কোনমতে দিন কাটতো পুত্রহারা মায়ের!

সম্প্রতি এই ঘটনায় কলকাতা হাইকোর্টের নিকট উপস্থিত হন ওই বৃদ্ধা আর অবশেষে মানবিক নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন হাইকোর্টে শুনানি চলাকালীন মৃত ব্যক্তির স্ত্রীর উদ্দেশ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আপনার মানসিকতা যদি এরকম হয়, তাহলে পড়ুয়াদের কি শিক্ষা দেবেন? আমার হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে আপনি যে চাকরি করেন, সেটা আমি কেড়ে নিতাম।”

পরবর্তীতে আগামী এক মাসের মধ্যে বৃদ্ধা শাশুড়িকে ৩ লক্ষ ৯৬ হাজার টাকা প্রদান করেন নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী দুই সপ্তাহে আরো ২১ হাজার টাকা দিতে হবে তাকে। আগামী ১১ ই জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে। এক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মানবিক নির্দেশের কারণে ইতিমধ্যেই প্রশংসার পাত্র হয়েছেন তিনি।

Recruitment Scam

উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাসে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার দরুণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। দুর্নীতি মামলায় যেভাবে ঐতিহাসিক রায় দিয়ে চলেছেন বিচারপতি, তাতে মুগ্ধ গোটা রাজ্যবাসী। আর এদিন পুত্রহারা মায়ের কাতর আবেদনে সাড়া দিয়ে যে রায় দিলেন অভিজিৎবাবু, তাতে ফের একবার চর্চায় তিনি।


Sayan Das

সম্পর্কিত খবর